চল্লিশা কাটিয়ে নগর ভবনের আংশিক সেবা চালু
বিশেষ প্রতিনিধি: টানা ৪০ দিন অচলাবস্থার পর ঢাকার দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রধান কার্যালয় নগর ভবনে আংশিক কার্যক্রম শুরু হয়েছে। বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র হিসেবে দায়িত্ব দেওয়ার দাবিতে চলমান আন্দোলনের মাঝে রোববার (২২ জুন) আন্দোলনকারীদের আহ্বানে সোমবার (২৩ জুন) সকাল থেকে ধীরে ধীরে নগর ভবনের কার্যক্রম সচল হতে শুরু করে।
গত ১৪ মে আন্দোলনের সূচনা হলে পরদিন নগর ভবনের প্রধান ফটকে তালা দেওয়া হয়, ফলে নাগরিক সেবা কার্যত বন্ধ হয়ে যায়। দীর্ঘ এ অচলাবস্থায় নাগরিকরা নানা সেবাবঞ্চনার শিকার হন।
ডিএসসিসির সাবেক সচিব ও আন্দোলনের সমন্বয়ক মশিউর রহমানের আহ্বানে সাড়া দিয়ে সোমবার সকাল থেকে কিছু কর্মকর্তা-কর্মচারী নগর ভবনে ফিরে আসেন এবং জন্ম-মৃতু নিবন্ধনসহ গুরুত্বপূর্ণ সেবা সীমিত আকারে শুরু হয়। যদিও প্রকৌশল বিভাগের কক্ষগুলো ও প্রশাসকের দপ্তরে তালা ঝুলতে দেখা যায়।
ডিএসসিসির এক কর্মকর্তা জানান, আন্দোলন পুরোপুরি শেষ না হলেও জনগণের দুর্ভোগ বিবেচনায় কিছুটা নমনীয় হয়েছেন আন্দোলনকারীরা। ফলে আংশিক সেবা চালু করা হয়েছে।
এদিকে, নগর ভবনের বাইরে থাকা ১০টি আঞ্চলিক কার্যালয়েও স্বাভাবিক কার্যক্রম শুরু হয়েছে। তবে সেখানেও প্রকৌশল বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি অনুপস্থিত ছিল।
এক প্রকৌশলী জানান, আন্দোলনকারীরা প্রকৌশল বিভাগ সম্পর্কে স্পষ্ট বক্তব্য না দেওয়ায় তাঁরা এখনো অনিশ্চয়তায় রয়েছেন।
প্রসঙ্গত, নির্বাচনী ট্রাইব্যুনাল গত ২৭ মার্চ শেখ ফজলে নূর তাপসের জয় বাতিল করে বিএনপি প্রার্থী ইশরাক হোসেনকে বৈধ মেয়র ঘোষণা করে। ২৭ এপ্রিল নির্বাচন কমিশন ইশরাককে মেয়র হিসেবে গেজেট প্রকাশ করে। কিন্তু এখনো তাকে শপথ না পড়ানোয় সিটি করপোরেশনে অচলাবস্থা সৃষ্টি হয়।
নগরবাসীর দীর্ঘ অপেক্ষার পর অবশেষে কিছুটা স্বস্তি মিলেছে। তবে পূর্ণাঙ্গ কার্যক্রম চালু না হওয়া পর্যন্ত নাগরিক দুর্ভোগ পুরোপুরি শেষ হচ্ছে না।
বিআলো/তুরাগ







 
                            
                         
                                                
                                                 
                                                
                                                 
                                                
                                                 
                                                
                                                 
                                                
                                                 
                                                
                                                
 
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                            
