চাঁদপুরের নদীতে ডাকাতবাহিনীর দৌরাত্ম্যের অবসান? কিবরিয়া বাহিনীর ৫ সদস্য এবার কোস্ট গার্ডের হাতে
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কোস্ট গার্ডের দ্রুত অ্যাকশন
ওয়াকি-টকি, মোবাইল, বোটসহ বিপুল সরঞ্জাম উদ্ধার
নিজস্ব প্রতিবেদক: চাঁদপুরের নদীপথ আবারও আলোচনায়। দীর্ঘদিন ধরে আতঙ্কের আরেক নাম ছিল মোহনপুরের কুখ্যাত ডাকাত কিবরিয়া মিয়াজির বাহিনী। রাতের অন্ধকারে নৌযান থামিয়ে অপহরণ-চাঁদাবাজি ও ডাকাতি ছিল তাদের নিত্যকার কর্ম। তবে এবার সেই সন্ত্রাসী তৎপরতায় বড় ধাক্কা দিল কোস্ট গার্ড।
চাঁদপুরের মোহনপুর লঞ্চঘাট সংলগ্ন নদী এলাকায় অভিযান চালিয়ে কিবরিয়া মিয়াজী চক্রের ৫ সদস্যকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। মঙ্গলবার (১১ নভেম্বর ২০২৫) বিকালে এ তথ্য নিশ্চিত করেন কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক।
তিনি জানান, গোয়েন্দা তথ্য ছিল—কিবরিয়া মিয়াজীর সন্ত্রাসী গ্রুপ দীর্ঘদিন ধরে অভ্যন্তরীণ নৌ রুটে চলাচলরত বাল্কহেড ও যাত্রীবাহী নৌযানগুলোতে ডাকাতি, চাঁদাবাজি ও অপহরণ চালিয়ে আসছে। সেই তথ্যের ভিত্তিতে মঙ্গলবার সকাল ১০টায় মোহনপুর কোস্ট গার্ড আউটপোস্টের একটি বিশেষ দল এলাকাটিতে অভিযান চালায়।
অভিযান চলাকালে বাল্কহেডে ডাকাতির সময় ৫ জনকে হাতেনাতে আটক করতে সক্ষম হয় কোস্ট গার্ড। এ সময় তাদের কাছ থেকে ১টি বিদেশি শটগান, ১০ রাউন্ড তাজা গুলি, ২ রাউন্ড ফাঁকা কার্তুজ, ২টি ওয়াকি-টকি, ৬টি মোবাইল ফোন, ১টি স্পিড বোট এবং নগদ ৮৩ হাজার টাকা জব্দ করা হয়।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় কোস্ট গার্ড। লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরও বলেন, “অভ্যন্তরীণ নৌপথকে নিরাপদ রাখতে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।”
জানা যায়, স্থানীয় নৌযানচালক ও জেলেদের অনেকে এই অভিযানে স্বস্তি প্রকাশ করেছেন। তাদের মতে, এ ধরনের কঠোর পদক্ষেপ নদীপথকে আবারও নিরাপদ করতে বড় ভূমিকা রাখবে।
বিআলো/তুরাগ



