চাঁদপুরের ভারপ্রাপ্ত পুলিশ সুপার হলেন সুদীপ্ত রায়
dailybangla
10th Sep 2024 11:00 pm | অনলাইন সংস্করণ
সাইদ হোসেন অপু চৌধুরী, চাঁদপুরঃ চাঁদপুরের (ভারপ্রাপ্ত) পুলিশ সুপার হলেন সুদীপ্ত রায় (অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত)।
চাঁদপুর পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বদলি হওয়ায় গতকাল অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদীপ্ত রায় ভারপ্রাপ্ত পুলিশ সুপারের দায়িত্ব পান। আপাতত চাঁদপুরে পুলিশ সুপার পদে এখনো কাউকে পোস্টিং দেওয়া হয়নি। চাঁদপুর জেলা পুলিশের ডিআই ওয়ান মো. মনিরুল ইসলাম দৈনিক চাঁদপুর খবরকে গতকাল বিষয়টি নিশ্চিত করেছেন।
এ ছাড়া গত রবিবার (৮ সেপ্টেম্বর) বিকেলে জেলা পুলিশ কল্যাণ সভায় চাঁদপুর পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম আনুষ্ঠানিক বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।
বিআলো/তুরাগ