চাঁদপুরে অসুস্থ বৃদ্ধাকে জরুরি চিকিৎসা সেবা প্রদান করেছে কোস্ট গার্ড
নিজস্ব প্রতিবেদক: চাঁদপুর কোস্ট গার্ড এক অসুস্থ বৃদ্ধাকে জরুরি চিকিৎসা প্রদান করে জীবন রক্ষা করেছে। মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।
তিনি বলেন, ভোলা লালমোহন থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করা এমভি কর্ণফুলী-১২ লঞ্চে একজন নারীর অসুস্থ মা মধ্যরাত ২টায় কালিগঞ্জ সংলগ্ন এলাকায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। দ্রুত সহায়তা চাইতে তার মেয়ে কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ কল করেন।
প্রাপ্ত তথ্যের ভিত্তিতে চাঁদপুর কোস্ট গার্ডের মেডিকেল টিম হাই স্পিড বোটে লঞ্চে পৌঁছে প্রাথমিক চিকিৎসা প্রদান করে। পরে রোগীকে চাঁদপুর মুখার্জি ঘাটে নিয়ে আসা হয় এবং উন্নত চিকিৎসার জন্য ভাড়ায় চালিত প্রাইভেট কারের মাধ্যমে ঢাকার উদ্দেশ্যে পাঠানো হয়।
লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, কোস্ট গার্ড জনসাধারণের স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের জরুরি সেবা অব্যাহত রাখবে।
বিআলো/এফএইচএস