চাঁদপুরে অসুস্থ লঞ্চযাত্রীকে জরুরি চিকিৎসা দিল কোস্ট গার্ড
নিজস্ব প্রতিবেদক: চাঁদপুর: ভোলা থেকে ঢাকাগামী এক লঞ্চযাত্রীর শ্বাসকষ্টজনিত জরুরি অবস্থায় দ্রুত চিকিৎসা সহায়তা দিয়েছে বাংলাদেশ কোস্ট গার্ড।
কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক রোববার (২৮ সেপ্টেম্বর) বিকেলে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, শনিবার (২৭ সেপ্টেম্বর) রাতে ভোলার ইলিশা ঘাট থেকে সুরভী-৮ লঞ্চে করে ঢাকায় যাচ্ছিলেন জনৈক যাত্রী তার অসুস্থ দাদাকে নিয়ে। মধ্যরাত ১টার দিকে লঞ্চটি চাঁদপুরের হরিনা চ্যানেল এলাকায় পৌঁছালে বৃদ্ধ যাত্রীর শ্বাসকষ্ট গুরুতর আকার ধারণ করে। এ সময় তার নাতি জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে সাহায্য চান।
খবর পেয়ে কোস্ট গার্ড স্টেশন চাঁদপুর থেকে একটি মেডিকেল টিম অক্সিজেন সিলিন্ডারসহ হাই স্পিড বোটে করে দ্রুত লঞ্চে পৌঁছে যায়। পরে রোগীকে অক্সিজেন দিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর বোটে করে চাঁদপুর পাল বাজার ১০ নম্বর ঘাটে আনা হয়।
লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরও জানান, পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য রোগীকে সিভিল অ্যাম্বুলেন্সে হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
বিআলো/এফএইচএস