• যোগাযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    চাঁদপুরে আইডিইবি’র ৫৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত 

     dailybangla 
    30th Dec 2024 6:01 pm  |  অনলাইন সংস্করণ

    সাইদ হোসেন অপু চৌধুরী, চাঁদপুর: চাঁদপুরে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি)’র  গৌরবোজ্জ্বল ৫৪তম প্রতিষ্ঠা বার্ষিকী ও গণপ্রকৌশল দিবস পালিত হয়েছে।

    সোমবার (৩০ ডিসেম্বর) বেলা ১১ টায় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আইডিইবি কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    আইডিইবি’র চাঁদপুর জেলা শাখার সহ সভাপতি স্বপন কুমার সাহার সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ইমাম হোসেন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মোঃ আলী নূর।

    সভায় বক্তারা বলেন, ১৯৭০ সালে আইডিইবি প্রতিষ্ঠিত হয়েছিল তারপর অনেক ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে সংগঠনটি এগিয়ে চলছে।প্রকৌশল বিভাগ দেশের একটি গুরুত্বপূর্ণ বিভাগ। ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা দেশে এবং দেশের বাইরে গুরুত্বপূর্ণ জায়গায় দায়িত্ব পালন করে যাচ্ছেন। বর্তমান এই সংগঠনের সদস্য সংখ্যা প্রায় ১০ লক্ষ। এই প্রতিষ্ঠানটি সাধারণ মানুষ, সর্বস্তরের জনগণ এবং সর্বোপরি ইঞ্জিনিয়ারদের স্বার্থে কাজ করে। আগামী দিনে এই সংগঠনকে আরো শক্তিশালী করতে হলে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে।

    বক্তারা আরো বলেন, এই সংগঠন আরো বেশি শক্তিশালী করতে হবে। সেজন্য সবাইকে একসাথে কাজ করতে হবে। আমাদের অধিকার আদায়ে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমাদের ৫০ শতাংশ পদোন্নতি হয়নি। আন্দোলনের সংগ্রাম ছাড়া আমাদের দাবি পূরণ করা সম্ভব নয়।

    অনুষ্ঠানের পরবর্তীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয় এবং আহতদের সুস্থতা কামনা করা হয়। পরে একটি বর্ণাঢ্য র‍্যালি শহরে প্রদক্ষিণ করে।

    এ সময় অন্যান্যদের মাঝে আইডিইবি’র চাঁদপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো: সালাউদ্দিন, সদস্য মো: ফিরোজ আহমেদ, জুয়েল আহমেদ, মো: সাইফুল্লাহ, মুস্তাফিজুর রহমানসহ প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    September 2025
    M T W T F S S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    2930