চাঁদপুরে কোস্ট গার্ডের “তারুণ্যের উৎসব-২০২৫” শীর্ষক জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ কোস্ট গার্ড “তারুণ্যের উৎসব-২০২৫” শীর্ষক এক জনসচেতনতামূলক কর্মশালা পরিচালনা করেছে। রোববার (২৯ জুন) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত কোস্ট গার্ড স্টেশন চাঁদপুরের উদ্যোগে চাঁদপুর সদর উপজেলার দ্বারকানাথ উচ্চ বিদ্যালয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের প্রাকৃতিক দুর্যোগ ও বৈরী আবহাওয়ায় নদীপথে জলযান দুর্ঘটনার কারণ ও প্রতিকার, ব্যক্তিগত নিরাপত্তায় করণীয়, সাঁতার ও অগ্নিনির্বাপণের কৌশলসহ নানা বিষয়ে সচেতনতামূলক আলোচনা করা হয়।
লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই বাংলাদেশ কোস্ট গার্ড উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলে জনগণের জানমাল রক্ষা, উদ্ধার অভিযান এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় নিরলসভাবে কাজ করে আসছে।
তিনি আরও বলেন, দেশের বিভিন্ন উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলে সাম্প্রতিক সময়ে যেসব অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটছে, সেগুলোতে প্রাণহানি ও ক্ষয়ক্ষতি কমাতে জনসচেতনতা বৃদ্ধি খুবই গুরুত্বপূর্ণ। এ লক্ষ্যেই বাংলাদেশ কোস্ট গার্ড নিয়মিতভাবে এ ধরনের কর্মশালার আয়োজন করে থাকে এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।
বিআলো/তুরাগ