• যোগাযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    চাঁদপুরে নবজাগরন গোল্ডেন ফাউন্ডেশনের পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান 

     dailybangla 
    06th Dec 2024 3:13 pm  |  অনলাইন সংস্করণ

    সাইদ হোসেন অপু চৌধুরী, চাঁদপুর: ঐক্য শান্তি সম্প্রীতি মেনে চলব রীতিনীতি এই স্লোগানকে ধারণ করে চাঁদপুরের স্বেচ্ছাসেবী সংগঠন নবজাগরন গোল্ডেন ফাউন্ডেশনের আয়োজনে পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে চাঁদপুর জেলা পুলিশ সুপার কার্যালয়
    সংলগ্নে পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়।

    শুক্রবার (৬ ডিসেম্বর) সকাল ১১ টায় পুলিশ সুপার কার্যালয়ের পেছনে অযোগ্য ব্যবহৃত পুকুর ও ডেঙ্গু মশা প্রতিরোধে পরিষ্কার পরিছন্নতার উদ্বোধন করেন প্রধান অতিথি চাঁদপুরের পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব পিপিএম।

    তিনি বলেন,সবাই একসাথে কাজ করলে একটি কাজ খুব দ্রুত এবং সুন্দর ভাবে শেষ করা সম্ভব। এবং অবশেষে একটি সুন্দর দৃষ্টান্ত স্থাপন করা সম্ভব। আমাদের সকলের উচিত সবসময় আমাদের নিজেকে এবং চারপাশের সবকিছুকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা।

    সুস্থ্ ও ভালো থাকতে পরিস্কার পরিচ্ছন্নতার কোন বিকল্প নেই। স্বেচ্ছাসেবী সংগঠন নবজাগরন গোল্ডেন ফাউন্ডেশনের সদস্যরা পরিস্কার পরিচ্ছন্ন অভিযান শুরু করেছে। পরিস্কার পরিচ্ছন্ন থেকে আমরা রোগ প্রতিরোধ করে সুস্থ থাকার প্রত্যয়ে পরিস্কার পরিচ্ছন্ন অভিযানে অংশ নিয়েছেন অশগ্রহণকারী শিক্ষার্থীরা।

    পুলিশ সুপার বলেন, এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা সকলের দায়িত্ব। এজন্য প্রয়োজন ব্যাপক জনসচেতনতা। যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলা হচ্ছে কি না নিয়মিত তদারকি এবং ব্যবহারকারীদের জন্য ময়লার পাত্র সরবরাহ করতে হবে। যত্রতত্র ময়লা আবর্জনা ফেলা বন্ধে এটা আমাদের প্রথম পদক্ষেপ। মানুষের শারীরিক ও মানসিক সুস্থতার প্রধান এবং প্রথম শর্ত হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা। তা সত্ত্বেও আমরা প্রতিনিয়ত প্রয়োজনে অপ্রয়োজনে আমাদের এই সুন্দর পৃথিবীকে ক্রমশ অপরিচ্ছন্ন করে তুলছি। একটি সুন্দর এবং পরিচ্ছন্ন পরিবেশ সৃষ্টিতে আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সবার সম্মিলিত ভাবেই চাঁদপুরকে একটি বাসযোগ্য পরিবেশ দেয়া সম্ভব বলে মনে করি।

    এসময় উপস্থিত ছিলেন, ডিআই ২ মোঃ শোয়েবুর রহমান, চাঁদপুর জেলা গোয়েন্দা শাখা ডিবির অফিসার ইনচার্জ মোঃ মুজিবুর রহমান, নবজাগরণ গোল্ডেন ফাউন্ডেশনের উপদেষ্টা আজমল হোসেন মিলন, সভাপতি গোল্ডেন বয় আল আমিন, সহ-সভাপতি সৈকত হোসেন আমিন,কোষাধক্ষ্য ইয়াসিন খান নয়ন, সদস্য সজিব হোসেনসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

    প্রসঙ্গত, নবজাগরণ গোল্ডেন ফাউন্ডেশনের সদস্যরা সকাল ১০ টা থেকে দুপুরে ১টা পর্যন্ত হলুদ পোশাকে এই কার্যক্রমে সংগঠনের ৪০ জন স্বেচ্ছাসেবীরা অংশ নেয়।

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    September 2025
    M T W T F S S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    2930