চাঁদপুরে নবজাতক’কে গোরস্থানে রেখে যাওয়া আসামী আটক
অন্যদের নাম প্রকাশ, গ্রেফতার এখনও বাকি
সাইদ হোসেন অপু চৌধুরী, চাঁদপুর: চাঁদপুরে নবজাতক কে গোরস্থানে রেখে যাওয়ার ঘটনায় মূল আসামীকে আটক করেছে পুলিশ। সোমবার (১৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে শহরের ইউনাইটেড হাসপাতাল থেকে তাকে গ্রেফতার করা হয়। ঘটনাটি প্রকাশ্যে আসতেই জেলাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়।
আটককৃত ব্যক্তির নাম মো. ফারুক হোসেন গাজী (৪৫)। তিনি চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানার মদনের গাও গ্রামের বাসিন্দা। তার পিতা মকবুল হাসেন গাজী এবং মা মৃত হালিমা বেগম।
পুলিশের হাতে আটক ফারুক প্রাথমিক জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য দেন। তিনি জানান, চাঁদপুর শহরের ইউনাইটেড হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের মালিক ইমাম তাকে ৫০০ টাকা দিয়ে নবজাতকটিকে সদর পৌর গোরস্থানে ফেলে আসার নির্দেশ দেন। অর্থের বিনিময়ে এমন মানবতাবিরোধী কাজে জড়িয়ে পড়েন ফারুক।
ফারুক আরও স্বীকার করেন যে, এ ঘটনায় হাসপাতালের দায়িত্বে থাকা আরও কয়েকজন জড়িত ছিলেন। তবে তদন্তে নাম উঠে এলেও পুলিশ এখনও তাদের গ্রেফতার করতে পারেনি।
চাঁদপুর জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব পিপিএম বলেন, “ঘটনাটিকে আমরা অত্যন্ত গুরুত্ব সহকারে তদন্ত করছি। ইতিমধ্যেই মূল আসামীকে আটক করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”
উল্লেখ্য, একটি নিরপরাধ নবজাতককে এভাবে অমানবিকভাবে ফেলে দেওয়ার ঘটনা চাঁদপুরের মানুষের হৃদয় নাড়া দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও নিন্দার ঝড় উঠেছে। অনেকেই দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।
বিআলো/তুরাগ