চাঁদপুরে লুট হওয়া দুই পিস্তল উদ্ধার: এএসআই সাদ্দামের নেতৃত্বে সফল অভিযান
মো. রাফিউ হাসান হামজা,শাহরাস্তি (চাঁদপুর): চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় বিশেষ অভিযানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর খিলক্ষেত থানা এলাকা থেকে লুট হওয়া দুটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ। নীরব ও ঝুঁকিমুক্ত এই অভিযানের নেতৃত্ব দেন শাহরাস্তি থানায় কর্মরত এএসআই সাদ্দাম হোসাইন।
পুলিশ সূত্র জানায়, গত ২ জানুয়ারি রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়—ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) খিলক্ষেত থানার কাছ থেকে লুট হওয়া অস্ত্র শাহরাস্তি উপজেলার পশ্চিম উপলতা এলাকায় লুকিয়ে রাখা হয়েছে। তথ্যটির গুরুত্ব বিবেচনায় নিয়ে তাৎক্ষণিকভাবে অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেয় কচুয়া সার্কেল ও শাহরাস্তি থানা পুলিশ।
অভিযানের সার্বিক পরিকল্পনা, ঝুঁকি মূল্যায়ন ও কৌশল নির্ধারণ করেন এএসআই সাদ্দাম হোসাইন। পূর্বনির্ধারিত পরিকল্পনা অনুযায়ী রাতের নির্দিষ্ট সময়ে পুলিশ দল ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি শুরু করে।
পুলিশের উপস্থিতিতে সাক্ষীদের সামনে বাড়ির পূর্ব পাশের একটি টিনশেড চৌচালা ঘরে তল্লাশি চালানো হয়। এ সময় শাহ সিমেন্টের একটি ব্যাগের ভেতর থেকে উদ্ধার করা হয় একটি ৯ এমএম পিস্তল ও একটি ৭.৬২ এমএম পিস্তল। পাশাপাশি চারটি ম্যাগাজিন, ৩০ রাউন্ড গুলি, পুলিশের ব্যবহৃত সোল্ডার সিগন্যাল লাইট, বেল্ট, গ্যাস মাস্ক, কাভারসহ চশমা এবং একটি পিসি হার্ডড্রাইভ জব্দ করা হয়।
রাত আনুমানিক ৮টা ৪৫ মিনিটে জব্দতালিকা প্রণয়ন করে উদ্ধারকৃত মালামাল পুলিশের হেফাজতে নেওয়া হয়। অভিযানে লাভলী বেগম ও তাঁর ছেলে মো. ফয়সাল হোসেন ওরফে শাকিলকে আটক করা হয়।
পুলিশ সূত্র আরও জানায়, পুরো অভিযানে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হয়। তথ্যদাতার নিরাপত্তা, পুলিশের সদস্যদের অবস্থান, সম্ভাব্য প্রতিরোধ ও জরুরি প্রত্যাহার পরিকল্পনা আগে থেকেই নির্ধারিত ছিল। এই সুপরিকল্পিত কৌশলের কারণেই কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই অভিযান সফল হয়।
সহকর্মীদের মতে, এএসআই সাদ্দাম হোসাইন মাঠপর্যায়ের কাজে অত্যন্ত মনোযোগী ও পেশাদার। তিনি শান্ত মাথায় সিদ্ধান্ত নিতে পারদর্শী এবং জটিল পরিস্থিতিতেও আত্মবিশ্বাসের সঙ্গে দায়িত্ব পালন করেন।
লুট হওয়া সরকারি অস্ত্র উদ্ধার হওয়ায় এলাকায় স্বস্তি ফিরে এসেছে। স্থানীয়রা মনে করছেন, এ ঘটনায় পুলিশের দ্রুত ও কার্যকর ভূমিকা আইনশৃঙ্খলা রক্ষায় জনগণের আস্থা আরও বাড়াবে।
এই অভিযান শুধু একটি অস্ত্র উদ্ধার নয়; বরং পরিকল্পনা, পেশাদারিত্ব ও নীরব নিষ্ঠার মাধ্যমে একটি গুরুত্বপূর্ণ সাফল্যের দৃষ্টান্ত হয়ে থাকল—যার কেন্দ্রবিন্দুতে ছিলেন এএসআই সাদ্দাম হোসাইন।
বিআলো/ইমরান



