• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    চাঁদপুরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সাথে ইউএনও’র মতবিনিময় 

     dailybangla 
    04th Nov 2024 7:11 pm  |  অনলাইন সংস্করণ
    সাইদ হোসেন অপু চৌধুরী, চাঁদপুর: চাঁদপুর সদর উপজেলার পৌরসভা ব্যতিত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল, কলেজ ও মাদরাসা’র) প্রধানগণের সাথে সদর ইউএনও’র প্রতিষ্ঠান পরিচালনা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

    সোমবার (৪ নভেম্বর) বিকাল ৩টায় উপজেলা পরিষদের সভাকক্ষে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ও বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার ও প্রশাসক এবং সদর উপজেলার (পৌরসভা ব্যতিত) বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা কমিটির সভাপতি সাখাওয়াত জামিল সৈকত।

    সভাপতির বক্তব্যে তিনি বলেন, সরকারি আইনের আলোকে প্রতিষ্ঠান পরিচালনা করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানে কমনরুম ও নামাজের স্থান ব্যবস্থা করা যেতে পারে। ওয়াশরুম পরিস্কার পরিচ্ছন্ন রাখতে হবে। মনিটরিং বোর্ড স্থাপন করতে করার ব্যবস্থা করবেন। আপনারা অভিভাবক সমাবেশের আয়োজন করবেন। সহ শিক্ষার প্রতি গুরুত্ব দিতে হবে। শিক্ষকদের প্রশিক্ষন সংক্রান্ত রেজিস্টার সংরক্ষন করবেন। প্রাতিষ্ঠানিক বেতনের জন্য আলাদা বিল তৈরি করে সংরক্ষন করে রাখবেন। আয়-ব্যয় ক্যাশবইতে সঠিকভাবে লিপি করতে হবে। আপনাদের শৃঙ্খলার মধ্যে থেকে কাজ করতে হবে। লাইব্রেরী, কমনরুম আধূনিকায়ন করবেন। ছাত্রীদরর জন্য মহিলা শিক্ষককে দায়িত্ব প্রদান করবেন। বিশ্ববিদ্যালয় গুলোতে বিজ্ঞান ক্লাব আছে। বিশ্ববিদ্যালয় স্মার্ট। আমি সবসময় মনে করি ভালো কাজের জন্য চেষ্টা করতে হবে। আপনানা যদি মনে করেন আপনাদের কোন সহযোগিতা লাগবে, তাহলে তা করব। সততার সাথে কাজ করতে হবে।

    তিনি আরও বলেন, ভবন সংস্কার, ভবন নিলাম এর জন্য আপনারা ইঞ্জিনিয়ার অফিসের সহযেগিতা নিতে পারেন। শিক্ষা প্রতিষ্ঠানের প্রাঙ্গনে সুন্দর করে একটি ছোট বাগান করা। আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বাছাই করে ১৯জন মেধাবী শিক্ষার্থী সিলেক্ট করেছি। তাদের প্রত্যেককে উপজেলা প্রশাসন থেকে ১০ হাজার টাকা ও সনদ দেওয়া হবে। আমরা সম্প্রতিই ডিসি স্যারের সম্মতি নিয়ে তাদের পুরস্কার প্রদান করব। আমরা কাজের মাধ্যমে আমাদের জীবন অতিবাহিত করি। আমরা আমাদের চাকুরী জীবনে অনেক সময় অতিবাহিত করি। আমরা মূলত কাজ করি, যেটা আমাদের জীবেনর বেশি অংশ জুরে থাকে। তাই আমাদের নিজেদের কাজটা খুবই ভালো ভাবে করতে হবে। বাংলাদেশের শিক্ষকদের সম্মান অনেক বেশি। আপনারা সকলেই আপনাদের শিক্ষা প্রতিষ্ঠানকে খুব ভালোবাসেন।

    চাঁদপুর সদর উপজেলা একাডেমিক সুপারভাইজার সুমন কুমার দাস এর পরিচালনায় সভায় আরো বক্তব্য রাখেন চাঁদপুর জেলা শিক্ষা অফিসার প্রাণকৃষ্ণ দেবনাথ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভব রঞ্জন দাস, সদর উপজেলা প্রকৌশলীর প্রতিনিধি আইয়ুব খান, চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ এর প্রতিনিধি।

    এ সময় চাঁদপুর সদর উপজেলার পৌরসভা ব্যতিত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের স্কুল, কলেজ ও মাদরাসা’র প্রধানগণ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।

    বিআলো/শিলি
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    November 2025
    M T W T F S S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930