• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    চাঁদপুরে স্বর্ণ শিশুদের নিয়ে দৈনিক বাংলাদেশের আলোর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন 

     dailybangla 
    29th Jan 2026 9:50 pm  |  অনলাইন সংস্করণ

    পত্রিকাটি সমাজের প্রতি দায়বদ্ধতা ও মানবিক
    মূল্যবোধ থেকেও কাজ করে যাচ্ছে : চাঁদপুর প্রেস ক্লাব সভাপতি সোহেল রুশদী
    চাঁদপুর প্রতিনিধি : সংবাদপত্রের জন্মদিনকে কেবল আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ না রেখে সমাজের অবহেলিত শিশুদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে দিনটিকে স্মরণীয় করে তুলেছে দৈনিক বাংলাদেশের আলো পরিবার।

    বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বাদ জোহর চাঁদপুর শহরের গুণরাজদী আল-আমিন এতিমখানায় স্বর্ণ শিশুদের (এতিম) নিয়ে দৈনিক বাংলাদেশের আলোর প্রকাশনার সফলতার সাথে দীর্ঘ ১৭ বছর অতিক্রম করে ১৮ বছরের পদার্পণ করায় এ উপলক্ষে মিলাদ ও দোয়া, সংক্ষিপ্ত আলোচনা সভা, প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা এবং এতিমখানার ২৫ জন শিশুর জন্য একবেলা খাবারের আয়োজন করা হয়।

    এতে শিশুদের মুখে হাসি ফুটে ওঠে এবং পুরো অনুষ্ঠানটি হয়ে ওঠে আবেগঘন ও অর্থবহ। মিলাদ ও দোয়া অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন আল-আমিন এতিমখানার সাধারণ সম্পাদক সাংবাদিক আব্দুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর প্রেস ক্লাবের নবনির্বাচিত সভাপতি ও চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।

    প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, গণমাধ্যম একটি জাতির দর্পণ। সত্য, ন্যায় ও জনস্বার্থের পক্ষে দাঁড়িয়ে সমাজের অসঙ্গতি তুলে ধরাই গণমাধ্যমের মূল দায়িত্ব। দৈনিক বাংলাদেশের আলো দীর্ঘ ১৮ বছর ধরে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে জনগণের আস্থা অর্জন করেছে এবং অন্যায় ও অনিয়মের বিরুদ্ধে সাহসী ভূমিকা রেখে চলেছে।

    তিনি আরও বলেন, আজকের প্রতিযোগিতামূলক গণমাধ্যম জগতে টিকে থাকা সহজ নয়। তারপরও দৈনিক বাংলাদেশের আলো পেশাদারিত্ব, নৈতিকতা ও মানবিক মূল্যবোধকে প্রাধান্য দিয়ে এগিয়ে যাচ্ছে যা গণমাধ্যম অঙ্গনে প্রশংসার দাবি রাখে। একটি দায়িত্বশীল সংবাদপত্র শুধু সংবাদ প্রকাশেই সীমাবদ্ধ নয়; সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই গণমাধ্যমের প্রকৃত শক্তি ও সৌন্দর্য।

    সংবাদ প্রকাশের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা পালনই একটি গণমাধ্যমকে মানুষের কাছে বিশ্বাসযোগ্য করে তোলে। তিনি বলেন, দৈনিক বাংলাদেশের আলো দীর্ঘ ১৮ বছর ধরে বস্তুনিষ্ঠ ও সাহসী সাংবাদিকতার পাশাপাশি মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে সমাজে ইতিবাচক ভূমিকা রেখে চলেছে।

    এতিম শিক্ষার্থীদের নিয়ে এমন আয়োজন প্রমাণ করে দৈনিক বাংলাদেশের আলো শুধু খবর প্রকাশ করে না সমাজের প্রতি দায়বদ্ধতা ও মানবিক মূল্যবোধ থেকেও কাজ করে যাচ্ছে যা গণমাধ্যমের জন্য একটি উজ্জ্বল দৃষ্টান্ত। প্রেস ক্লাব সভাপতি বলেন, বাংলাদেশের আলো কেবল একটি সংবাদপত্র নয়; এটি মানুষের কথা বলে, মানুষের পাশে থাকে।

    সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা থেকে আজকের এই আয়োজন। ভবিষ্যতেও এমন মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে।

    দৈনিক বাংলাদেশের আলোর চাঁদপুর জেলা প্রতিনিধি সাইদ হোসেন অপু চৌধুরীর সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর প্রেস ক্লাবের নবনির্বাচিত সাধারণ সম্পাদক এম. এ. লতিফ, জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি চৌধুরী ইয়াসিন আরাফাত, দৈনিক চাঁদপুর পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক কে এম মাসুদ, অনলাইন প্রেসক্লাব প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আশিক খান, আল আমিন এতিমখানা কমপ্লেক্সের ইনচার্জ মুফতী শামছুদ্দিন, মাদ্রাসার শিক্ষক মো. সফিকুর ইসলাম, আল একাডেমি স্কুল এন্ড কলেজ গুনরাজদী শাখার ইনচার্জ মো. নাছির উদ্দিন।

    অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেস ক্লাব সদস্য মাওলানা আহমদ উল্লাহ, চাঁদপুর জেলা ফটো জানালিস্ট এসোসিয়েশনের সহ-সভাপতি মাজহারুল ইসলাম অনিক, সদস্য আলমগীর হোসেন পাটোয়ারী, আশিক বিন রহিম, দৈনিক সুদীপ্ত চাঁদপুরের স্টাফ রিপোর্টার মো. সবুজসহ জেলায় কর্মরত ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা। অনুষ্ঠান শেষে অতিথিরা শিশুদের সঙ্গে সময় কাটান। স্বর্ণ শিশুদের মুখের হাসিতে প্রাণবন্ত হয়ে ওঠে দৈনিক বাংলাদেশের আলোর প্রতিষ্ঠাবার্ষিকীর এই আয়োজন।

    বিআলো/আমিনা

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    M T W T F S S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031