• যোগাযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    চাঁদপুর পৌর শহীদ জাবেদ স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ 

     dailybangla 
    03rd Feb 2025 6:41 pm  |  অনলাইন সংস্করণ

    সাইদ হোসেন অপু চৌধুরী-চাঁদপুর: চাঁদপুর পৌর শহীদ জাবেদ স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

    সোমবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে স্কুল প্রাঙ্গনে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্য দেন চাঁদপুর পৌরসভার প্রশাসক ও স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির সভাপতি মোঃ গোলাম জাকারিয়া।

    তিনি তার বক্তব্যে বলেন, প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি খেলাধুলা ও বিভিন্ন সাস্কৃতিক অনুষ্ঠানের উপর জোর দিতে হবে। শিক্ষার্থীদের ক্রীড়া নৈপুণ্যতা এবং তাদের শৃঙ্খলা আমাকে মুগ্ধ করেছে। আজকের এই দিনটি শিক্ষার্থীদের জন্য একটি বিশেষ দিন। এই দিনটির অপেক্ষায় শিক্ষার্থী এবং তাদের অভিভাবকরা মুখিয়ে থাকে। খেলাধুলায় জয় পরাজয় থাকবেই। তাদের মধ্যে প্রতিযোগিতামূলক মনোভাব সৃষ্টি করতে হবে।

    তিনি আরও বলেন, জয় পরাজয় বড় কোন বিষয় নয়। আমি মনে করি যে কোন প্রতিযোগিতায় যারাই অংশগ্রহণ করে, তারা প্রত্যেকেই বিজয়ী। কারণ তারা প্রতিযোগিতামূলক মনোভাব নিয়েই প্রতিযোগিতা অংশগ্রহণ করে। ছোটবেলা থেকেই কোমলমতি এই শিশুদের ভেতরে জয় পরাজয়ের মনোভাব সৃষ্টি করতে হবে। তাদের সামনে আগামীর সুন্দর পথ সৃষ্টি করে দিতে হবে। আজকের এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় যে সকল শিক্ষার্থীরা অংশ নিয়েছে আমি তাদের প্রত্যেককে অভিবাদন জানাই। আমি এই বিদ্যালয় এবং শিক্ষার্থীদের সাফল্য কামনা করছি। প্রতিমাসে শিক্ষকদের লেখাপড়ার অগ্রগতি ও অবনতি সম্পর্কে অভিভাবকদের অবহিত করা জন্য শিক্ষকদের প্রতি অনুরোধ করেন তিনি।

    চাঁদপুর পৌর শহীদ জাবেদ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ ওমর ফারুক এর সভাপ্রধানে এ সময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন চাঁদপুর পৌরসভার নির্বাহী কর্মকর্তা আবুল কালাম ভুঁইয়া, জেলা বিএনপির সহ-সভাপতি ডি এম শাহজাহান, ১০ ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হাবিব উল্যাহ পাটওয়ারী, অভিবাবক কমিটির সদস্য নয়ন মাহমুদ ভূইয়া, প্রাক্তন ছাত্র আলাউদ্দিন ঢালী, শাহ আলম কিরণ, সফিউদ্দিন বাবলু।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    August 2025
    M T W T F S S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031