• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    চাঁদপুর প্রেস ক্লাবের কার্যনির্বাহী পরিষদের অভিষেক ও সাংবাদিক সমাবেশ 

     dailybangla 
    18th Jan 2026 9:43 pm  |  অনলাইন সংস্করণ

    সাইদ হোসেন অপু চৌধুরী, চাঁদপুর : ঐতিহ্যবাহী চাঁদপুর প্রেস ক্লাবের ২০২৬ সালের কার্যনির্বাহী পরিষদের অভিষেক ও সাংবাদিক সমাবেশ খুবই আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (১৭ জানুয়ারি) বিকেলে প্রেস ক্লাব প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন চাঁদপুর প্রেস ক্লাবের নবাগত সভাপতি সোহেল রুশদী এবং সঞ্চালনা করেন নবাগত সাধারণ সম্পাদক এম এ লতিফ। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকার। তিনি বলেন, চাঁদপুরের একক ও ঐক্যবদ্ধ প্রেস ক্লাব আমাকে মুগ্ধ করেছে। আপনাদের যে একাত্মতা তা আমাকে মুগ্ধ করে। আমি জেলা প্রশাসক যতটা না কিন্তু আমি রিটানিং অফিসার।

    সারা বাংলাদেশ জুড়ে আপনারা দেখবে না পোস্টার নেই। আগে গানে গানে নির্বাচনী গান চলতো। এখন সেটা নেই এবার নির্বাচনে মিছিল নেই, মিটিং নেই। আমি আপনাদের নিয়ে ভালো আছি। আমি এখানে কথা বলতে গিয়ে ভয় পাচ্ছি না, সাবধানে কথা বলি। অনেকেই প্রেসে কাজ করেন তাদের খোঁজ রাখি। প্রচার কাজে গণভোটের প্রচার করা হচ্ছে। আমি এতটুকু বলতে পারি, আপনি গণভোটটা দিবেন; কাকে দিবেন এটা আপনাদের ইচ্ছে।

    জেলা প্রশাসক বলেন, আমি রিটানিং অফিসার হওয়ার কারণে ভোট দিয়ে ঘুম ভাঙ্গে। প্রেস ক্লাবে একটি ভবন হবে যাতে মানুষ ফ্রেস নি.শ্বাস নিতে পারে। আপনাদের লেকের পাড়টা সুন্দর করবো। আমার স্বপ্ন আসে বড় একটা জাদুঘর করার। আমি আজকের নবগঠিত কমিটির কাছে কিছু দাবি রাখবো, আমি মনে করি প্রেস রূপসা ইউনিয়ন বিষয়ে প্রতিবেদন করবেন, লিখবেন। ওদের জন্য লিখবেন।

    তারা যেন একটা সুন্দর নির্বাচন দেখতে পায়। তিনি আরো বলেন, বাংলাদেশকে সুন্দরভাবে দেখতে চাই তাহলে গণভোট দিবেন। প্রত্যেকে নির্বাচনী যত আইন আছে, আপনাারা সুন্দর নির্বাচনে সহযোগিতা করবেন। চাঁদপুর যখন শুনব নির্বাচনে মারামারি, হানাহনি নাই তাহলে আমি ধন্য হবো। নির্বাচনে কোন অনিয়ম হয় এর ব্যত্যয় আমি নাজমুল করবো নাা। আমি এ রাষ্ট্র চাই না, যে রাষ্ট্রে গণহত্যা হয়, এক লোক দীর্ঘ বছর প্রধানমন্ত্রী হয়; আপনি রাষ্ট্র গঠনে অংশীদার হবেন। আমি জানি বাঙালি হ্যাঁ ও না ভোটের মর্ম বুঝবেন।

    জনগণের দাবি, শহিদের রক্তের দাবি, ২৪ এর গণঅভ্যুত্থানের দাবি একটি বৈষম্যহীন সুখী সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চাই। অনুষ্ঠানে বিশেষ অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন চাঁদপুর পুলিশ সুপার মো. রবিউল হাসান, জেলা বিএনপি সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক, চাঁদপুর জেলা জামায়াতের আমির মাওলানা মো. বিল্লাল হোসেন মিয়াজী অতিথির মধ্যে বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্লাহ সেলিম, চাঁদপুর জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাড. মো. শাহজাহান মিয়া, খেলাফত মজলিসের চাঁদপুর জেলা সভাপতি তোফায়েল আহমেদ, চাঁদপুর শহর জামাতের আমির অ্যাড. মো. শাহজাহান খান, গণঅধিকার পরিষদ জেলা কমিটির আহবায়ক আশরাফুজ্জামান কাজী রাসেল, ঢাকাস্থ চাঁদপুর সাংবাদিক ফোরামের সভাপতি শাহরিয়ার পলাশ, চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন মেহেদী হাসান, ড্যাফোডিল ইউনিভার্সিটির উর্ধ্বতন পরিচালক (জনসংযোগ) আনোয়ার হাবিব কাজল, এনসিপি জেলা কমিটির আহ্বায়ক মাহবুব আলম, উদয়ন শিশু বিদ্যালয়ের অধ্যক্ষ মোহাম্মদ হোসান, চাঁদপুর সরকারি কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক আলমগীর হোসেন বাহার, চাঁদপুর চেম্বার অব কমার্সের সভাপতি সুভাষ চন্দ্র রায়, চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এ কে এম মাহবুবুর রহমান।

    শুভেচ্ছা বক্তব্য দেন চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাড. ইকবাল বিন বাশার, জালাল চৌধুরী, ইকবাল হোসেন পাটোয়ারী, শরীফ চৌধুরী, বিএম হান্নান (বাংলাদেশের পরবর্তীত প্রেক্ষিপট ও সাংবাদিকতা), গিয়াস উদ্দিন মিলন, শাহাদাত হোসেন শান্ত, রহিম বাদশা, সাবেক সাধারণ সম্পাদক জিএম শাহীন, মির্জা জাকির, লক্ষ্মণ চন্দ্র সূত্রধর, রিয়াদ ফেরদৌস, আল ইমরান শোভন, কাদের পলাশ, যুগ্ম সম্পাদক অধ্যাপক মোশাররফ হোসেন লিটন, সিনিয়র সদস্য মুনির চৌধুরী, অধ্যাপক দেলোয়ার আহমেদ, ফারুক আহমেদ, দৈনিক চাঁদপুর সংবাদের সম্পাদক আব্দুর রহমান, দৈনিক আলোকিত চাঁদপুর পত্রিকার সম্পাদক জাকির হোসেন, বীর মুক্তিযোদ্ধা ব্যাংকার মজিবুর রহমান, চাঁদপুর জেলা আদালতের এপিপি শামসুল ইসলাম মন্টু, জাতীয় ছাত্র শক্তি চাঁদপুর জেলা শাখার আহ্বায়ক সাগর হোসেন। উপজেলা সাংবাদিকদের মধ্যে বক্তব্য দেন শাহরাস্তি প্রেস ক্লাবের সভাপতি মাইনুল ইসলাম কাজল, হাজীগঞ্জ প্রেস ক্লাব সভাপতি খালেকুজ্জামান শামীম, মতলব উত্তর প্রেস ক্লাবের সভাপতি ফারুক আহমেদ, ফরিদগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ফরহাদ, হাইমচর প্রেস ক্লাবের সভাপতি ফারুকুল ইসলাম, শাহরাস্তি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নোমান হোসেন, মতলব দক্ষিণ প্রেসক্লাবের সভাপতি আমির খসরু, মতলব উত্তর প্রেস ক্লাবের সভাপতি বোরহান উদ্দিন ডালিম, ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি চৌধুরী ইয়াসিন ইকরাম, টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক তালহা জুবায়ের।

    সাংবাদিকদের দক্ষতা উন্নয়নের কলা কৌশল বিষয়ে আলোচনা করেন প্রেস ক্লাবের সদস্য মো. ইউনুস উল্লাহ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন চাঁদপুর প্রেস ক্লাব সদস্য মাওলানা আহম্মদ উল্যাহ এবং গীতা পাঠ করেন প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক লক্ষ্মণ চন্দ্র সূত্রধর। এসময় প্রেস ক্লাবের প্রতিষ্ঠালগ্ন থেকে সর্বশেষ প্রয়াত সাংবাদিক, দেশের বিভিন্ন আন্দোলন সংগ্রামে শহীদ, জুলাই আন্দোলনে শহীদ, শহীদ ওসমান হাদি এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন প্রেস ক্লাব সদস্য মাওলানা আহম্মদ উল্যাহ। সমাপনী বক্তব্য রাখেন অনুষ্ঠানের সভাপতি ও চাঁদপুর প্রেস ক্লাবের নবাগত সভাপতি সোহেল রুশদী।

    বিআলো/আমিনা

     

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    M T W T F S S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031