চাঁদপুর বক্ষব্যাধি হাসপাতালে ব্র্যাকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে ক্লিনিং ক্যাম্পেইন
সাইদ হোসেন অপু চৌধুরী, চাঁদপুর: জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি ও মশাবাহিত রোগ ডেঙ্গু প্রতিরোধে চাঁদপুর বক্ষব্যাধি হাসপাতালে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান (ক্লিনিং ক্যাম্পেইন) অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৮ সেপ্টেম্বর) সকালে হাসপাতালের মেডিকেল অফিসার ডা. সিগমা রশিদ এই কর্মসূচির উদ্বোধন করেন। এতে স্বেচ্ছাসেবক হিসেবে যুব রেড ক্রিসেন্ট চাঁদপুর জেলা ইউনিটের ২০ জন সদস্য সক্রিয়ভাবে অংশ নেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্র্যাকের চাঁদপুর জেলা ব্যবস্থাপক গোলাম মোস্তফা, সদর ব্র্যাক প্রোগ্রাম অফিসার আলমগীর হোসেন, সদর উপজেলা ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড হেলথ প্রোগ্রাম অফিসার মো. বেলাল হোসেন, হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্ট (রেডিওলজি) আখতার হোসেন, মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব) শাখাওয়াত হোসেন এবং যুব রেড ক্রিসেন্টের প্রতিনিধি ওমর বিন ইউসুফ চৌধুরী।
ব্র্যাকের কর্মকর্তারা জানান, সাধারণ মানুষ এখনও অনেক ক্ষেত্রে ডেঙ্গু ও মশাবাহিত রোগ সম্পর্কে সচেতন নন। তাই প্রতিটি পরিবারকে সতর্ক হতে হবে এবং প্রাথমিক লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
স্থানীয় বাসিন্দারা উদ্যোগটির প্রশংসা করে বলেন, আগে অনেক কিছু জানতাম না, এখন বুঝতে পারছি কীভাবে সাবধান হতে হবে।
উল্লেখ্য, সম্প্রতি ডেঙ্গু ও চিকুনগুনিয়ার প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় এই ধরনের সচেতনতামূলক উদ্যোগ জনস্বার্থে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
বিআলো/তুরাগ