• যোগাযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    চাঁদপুর সদর উপজেলা মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রীদের মাঝে স্যানিটারি ন্যাপকিন বিতরণ 

     dailybangla 
    31st Jul 2025 11:29 pm  |  অনলাইন সংস্করণ

    সাইদ হোসেন অপু চৌধুরী, চাঁদপুর: চাঁদপুর সদর উপজেলা পরিষদের উদ্যোগে ২০২৪-২৫ অর্থ বছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) এর আওতায় উপজেলার বিভিন্ন মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রীদের মাঝে স্যানিটারি ন্যাপকিন বিতরণ করা হয়েছে।

    বৃহস্পতিবার (৩১ জুলাই) সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন, চাঁদপুর সদর-এর আয়োজনে এই বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

    অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের প্রশাসক সাখাওয়াত জামিল সৈকত।

    তিনি বলেন, “বর্তমান সরকার শিক্ষা উন্নয়নে বহুমুখী পদক্ষেপ গ্রহণ করেছে। বিশেষ করে নারী শিক্ষার প্রসারে স্বাস্থ্য সচেতনতা একটি বড় দিক। তাই ছাত্রীদের মাঝে স্যানিটারি ন্যাপকিন বিতরণ সময়োপযোগী ও গুরুত্বপূর্ণ উদ্যোগ। আমরা চাই, প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রী যেন স্কুলে আসতে কোনো অস্বস্তি বা সংকোচ বোধ না করে। এ কারণেই আমরা অবকাঠামোগত উন্নয়ন, যেমন– স্বাস্থ্যসম্মত টয়লেট, ওয়াশ ব্লক, নিরাপদ পানির ব্যবস্থা এগুলোর দিকে নজর দিচ্ছি। বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য সচেতনতার বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ সময়। তবে এই সময়ে স্বাস্থ্য সমস্যার বিষয় নিয়ে মেয়েরা ভয়। এ বিষয়ে তা কথা বলতে লজ্জা পায়। অভিভাবকেরাও এ বিষয়ে নিয়ে মেয়েদের সঙ্গে খোলাখুলি আলোচনা করেন না, যা মোটেও ঠিক নয়। নিরাপদ স্যানিটারি ন্যাপকিন ব্যবহার না করায় অনেক কিশোরীর জরায়ু ক্যান্সার হয়ে থাকে।

    তিনি আরও বলেন, একজন শিক্ষার্থী কেবল ভালো রেজাল্ট করলেই যথেষ্ট নয়, তাকে একজন ভালো মানুষ হিসেবেও গড়ে উঠতে হবে। নিজের পরিবার, সমাজ ও দেশের প্রতি দায়িত্বশীল, মানবিক এবং নৈতিক মানসম্পন্ন নাগরিক হিসেবেই শিক্ষার প্রকৃত সার্থকতা নিহিত।” একজন নারী প্রথম ঋতুবতী হওয়ার অর্থ হচ্ছে, সে মা হওয়ার জন্য উপযুক্ত। পৃথিবীতে প্রজন্মের ধারাবাহিকতা রক্ষা হবে তার মাধ্যমে। এটি অত্যন্ত গর্বের বিষয়। বাড়ির বাইরে, স্কুল-কলেজে থাকার সময় যদি কোনো মেয়ের ঋতুস্রাব হয় তাহলে সে বিব্রত হয়ে পড়ে। সে সময় যদি তার পূর্ব প্রস্তুতি না থাকে বা শিক্ষা প্রতিষ্ঠান থেকে স্যানিটারি ন্যাপকিনের জোগান না দেওয়া হয় তাহলে তাকে ছুটি নিয়ে বাড়ি চলে যেতে হয়।

    অনুষ্ঠানের চাঁদপুর সদর উপজেলা একাডেমিক সুপারভাইজার সুমন কুমার দাসের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার এ.কে. মোহাম্মদ আলী জিন্নাহ, চাঁদপুর টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ হাবিবুর রশিদ চৌধুরী, সদর উপজেলা এলজিইডির সহকারি প্রকৌশলী সৈয়দা ইরশাদ ফেরদৌসী।

    এছাড়াও অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাবুরহাট স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষিকা সাদিয়া আফরিন, রাজরাজেশ্বর মুজাফফরিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার ও প্রতিষ্ঠাতা এ এইচ এম হাবিব উল্লাহ, সফরমালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কাশেম।

    অনুষ্ঠানে চাঁদপুর উপজেলা ৪১ টি বিদ্যালয় শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    August 2025
    M T W T F S S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031