চাঁদপুর-২ আসনে এমপি প্রার্থী ফয়জুন্নুর আখনের নির্বাচনী গণসংযোগ
জাকির হোসেন বাদশা, মতলব উত্তর (চাঁদপুর) : চাঁদপুর-২ আসনে নির্বাচনী আসনে এমপি প্রার্থী হাতি (প্রতীক) মার্কায় ভোট চেয়ে গণসংযোগ করেছেন রিপাবলিকান পার্টির প্রার্থী ফয়জুন্নুর আখন রাসেল।
সোমবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিপাবলিকান পার্টির চাঁদপুর-২ আসনের এমপি প্রার্থী (হাতি প্রতীক) ফয়জুন্নুর আখন রাসেল গজরা বাজার, বৌবাজার, চৌরাস্তাবাজারসহ বিভিন্ন হাটবাজারে সর্বস্তরের মানুষের সাথে কুশল বিনিময় করে নিজ মার্কা হাতি প্রতীকের পক্ষে নির্বাচনী প্রচারণা, লিফলেট বিতরণ, ভোট ও দোয়া চান।
এসময় তিনি বলেন, আমি এমপি নির্বাচিত হলে আমার নির্বাচনী ইশতেহার পালনে বিন্দুমাত্র পিছ পা হবো না ইনশাআল্লাহ। আমার নির্বাচনী ইশতেহার ভঙ্গ করলে জনগণ যে সিদ্ধান্ত নিবে আমি তাই মেনে নিবো।
গণসংযোগকালে তিনি বলেন, চাঁদপুর-২ আসনে সন্ত্রাস, মাদক, চাঁদাবাজ, দুর্নীতিবাজ নির্মূল করে মতলব উত্তর ও মতলব দক্ষিণ উপজেলাকে চিকিৎসা, শিক্ষা, যাতায়াত ব্যবস্থাসহ মানুষের প্রথমে অতি গুরুত্বপুর্ণ যে বিষয়গুলো রয়েছে যেগুলোর কাজ করে মডেল উপজেলা হিসেবে গড়ে তোলা।
বিআলো/আমিনা



