চাঁদপুর-২ আসনে ধানের শীষের পক্ষে গজরা ইউনিয়ন বিএনপির নির্বাচনী প্রচারণা
জাকির হোসেন বাদশা, মতলব উত্তর (চাঁদপুর): চাঁদপুর-২ (মতলব উত্তর ও মতলব দক্ষিণ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব ড. মো. জালাল উদ্দিনের ধানের শীষ প্রতীকের পক্ষে গজরা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে নির্বাচনী প্রচারণা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে গজরা ইউনিয়নের গজরা বাজার এলাকায় এই নির্বাচনী প্রচারণা কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ ও প্রচারপত্র বিতরণ করেন।
প্রচারণা কর্মসূচিতে উপস্থিত ছিলেন গজরা ইউনিয়ন বিএনপির সভাপতি হাফেজ মুন্সী, সাধারণ সম্পাদক শাহ আলম মোল্লা, সহ-সভাপতি নুরুল আমিন, সহ-সভাপতি মনির হোসেন প্রধান, সহ-সভাপতি জলিল প্রধান, যুবদলের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি মজিবর রহমান, শ্যামল কাজী, মহিউদ্দিন রিপন, সুমন মুন্সী।
এছাড়াও উপস্থিত ছিলেন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক অলি উল্লাহ অলু, আলী আহমেদ শিকদার, স্বপন প্রধান, মিন্টু মৃধা, মহসিন কাজী, মেহেদী হাসান পাভেল, কাউছার মৃধা, জুলমত, রশিদ আলম, আলম প্রধান, শ্রমিক দলের আহ্বায়ক ফিরোজ আলম, সদস্য সচিব কামরুল ইসলাম বাচ্চু, যুগ্ম আহ্বায়ক নান্নু মৃধা, আলী হোসেন দেওয়ান, স্বেচ্ছাসেবক দলের নেতা আর আমিন মজুমদার, কবির হোসেন প্রধান, ছাত্রদলের রাজিব, আরিয়ান ইসলাম শাহিন, সানজিদ আহমেদ পারভেজ, শান্ত প্রধানসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
নির্বাচনী প্রচারণা শেষে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে সর্বস্তরের মানুষের মাঝে তবারক বিতরণ করা হয়।
বিআলো/তুরাগ



