চাঁদপুর-২ আসনে প্রতীক বরাদ্দ সম্পন্ন, মাঠে ৮ প্রার্থী
জাকির হোসেন বাদশা, মতলব উত্তর: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুর-২ (মতলব উত্তর ও মতলব দক্ষিণ) সংসদীয় আসনে নির্বাচনী উত্তাপ বাড়তে শুরু করেছে। জেলা প্রশাসনের উদ্যোগে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ সম্পন্ন হওয়ার মধ্য দিয়ে এই আসনে আনুষ্ঠানিকভাবে শুরু হলো ভোটের মাঠের লড়াই। প্রতীক হাতে পেয়ে প্রার্থীরা এখন জনসংযোগ ও প্রচারণায় ব্যস্ত হয়ে পড়েছেন।
বুধবার (২১ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে প্রতীক বরাদ্দ কার্যক্রম অনুষ্ঠিত হয়। জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকার উপস্থিত প্রার্থীদের হাতে তাদের নির্ধারিত প্রতীক তুলে দেন। এ সময় জেলা নির্বাচন কার্যালয়ের কর্মকর্তা ও বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
প্রতীক বরাদ্দ অনুযায়ী বিএনপির প্রার্থী ড. মো. জালাল উদ্দিন ধানের শীষ প্রতীক পেয়েছেন। বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)-র প্রার্থী বিল্লাল হোসেন মিয়াজি পেয়েছেন ছাতা, জাতীয় পার্টির প্রার্থী মো. এমরান হোসেন মিয়া পেয়েছেন লাঙ্গল এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মানছুর আহমেদ সাকি পেয়েছেন হাতপাখা প্রতীক।
এছাড়া বাংলাদেশ রিপাবলিকান পার্টির প্রার্থী ফয়জুন্নুর আখন রাসেল হাতি প্রতীক, গণঅধিকার পরিষদের প্রার্থী গোলাফ হোসেন ট্রাক প্রতীক, নাগরিক ঐক্যের প্রার্থী এনামুল হক কেটলি প্রতীক এবং লেবার পার্টির প্রার্থী নাসিমা আক্তার আনারস প্রতীক পেয়েছেন।
অন্যদিকে ঋণখেলাপির অভিযোগে স্বতন্ত্র প্রার্থী তানভীর হুদার মনোনয়ন এখনও আইনি জটিলতায় থাকায় তার প্রতীক বরাদ্দ চূড়ান্ত হয়নি। বিষয়টি নিষ্পত্তি হলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে নির্বাচন কার্যালয়।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, এই আসনে শুরুতে ২০ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন। এর মধ্যে ১২ জন মনোনয়নপত্র দাখিল করেন। যাচাই-বাছাই শেষে ছয়জন প্রার্থীর মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়। প্রাথমিকভাবে পাঁচজন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হলেও আপিল প্রক্রিয়ায় আরও পাঁচজনের মনোনয়ন ফেরত আসে।
পরবর্তীতে তিনজন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করায় বর্তমানে চাঁদপুর-২ আসনে মোট আটজন প্রার্থী নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। প্রতীক বরাদ্দের মাধ্যমে প্রার্থীরা এখন নির্বাচনী মাঠে সরাসরি প্রচারণায় নামার সুযোগ পেলেন।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, প্রতীক বরাদ্দের পর থেকেই এই আসনে দলীয় ও জোটভিত্তিক প্রচারণা আরও জোরদার হবে। ভোটের দিন যত এগিয়ে আসবে, ততই চাঁদপুর-২ আসনের রাজনৈতিক চিত্র আরও স্পষ্ট হয়ে উঠবে বলে মনে করছেন তারা।
বিআলো/তুরাগ



