চাঁদপুর-২: বিএনপি ও জমিয়তের প্রার্থীদের সৌজন্য সাক্ষাৎ
dailybangla
07th Jan 2026 5:38 pm | অনলাইন সংস্করণ
মতলব উত্তর ও দক্ষিণ উপজেলার নেতা-প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়
নিজস্ব প্রতিবেদক: চাঁদপুর-২ (মতলব উত্তর ও দক্ষিণ) সংসদ সদস্য প্রার্থী বিএনপি’র ড. জালাল উদ্দিন সৌজন্য সাক্ষাতে মিলিত হয়েছেন জমিয়তের মনোনীত প্রার্থী মাওলানা নুর মোহাম্মদ কাসেমীর সঙ্গে। এ সময় মতলব উত্তর ও দক্ষিণ উপজেলার জমিয়তের নেতা-প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকারে উপস্থিত ছিলেন ধানমন্ডি জোন জমিয়তের আহ্বায়ক মাওলানা মোফাজ্জল বিন মাহফুজ, মতলব উত্তর উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাওলানা আনিসুর রহমান, চাঁদপুর জেলা যুব জমিয়তের আহ্বায়ক হাফেজ মাজহারুল ইসলাম, মতলব উত্তর উপজেলা সদস্য মাওলানা সাইফুল্লাহ, মাওলানা কারী মিজানুর রহমান প্রমুখ। সাক্ষাৎটি উভয় দলের মধ্যে সৌহার্দ্য ও সহযোগিতার পরিবেশে অনুষ্ঠিত হয়।
বিআলো/তুরাগ



