• যোগাযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    চাঁদপুর-৩ আসনে বিজেপি’র প্রার্থী হচ্ছেন টকশো ব্যক্তিত্ব উপাধ্যক্ষ নূরুজ্জামান হীরা 

     dailybangla 
    13th Jul 2025 6:28 pm  |  অনলাইন সংস্করণ

    অপু চৌধুরী, চাঁদপুর: বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি)’র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, ঢাকাস্থ চাঁদপুর সমিতির সদস্য সচিব এবং পরিচিত টকশো ব্যক্তিত্ব উপাধ্যক্ষ নূরুজ্জামান হীরা আসন্ন ১৩তম জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৩ (সদর ও হাইমচর) আসন থেকে প্রার্থী হচ্ছেন।

    দলীয় সূত্রে জানা গেছে, ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থের নেতৃত্বাধীন বিজেপি থেকে আনুষ্ঠানিকভাবে তার প্রার্থীতা প্রায় চূড়ান্ত। এরই মধ্যে তিনি জেলা, উপজেলা, ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ে সাংগঠনিক কর্মকাণ্ডকে গতিশীল করতে তৎপর রয়েছেন।

    উপাধ্যক্ষ নূরুজ্জামান হীরা দীর্ঘ ২৮ বছরের রাজনৈতিক জীবনে নিজেকে পরিচ্ছন্ন ও মানবিক রাজনীতির ধারায় যুক্ত রেখেছেন বলে তার ঘনিষ্ঠ মহলের দাবি। গত ১৬ বছর ধরে তিনি স্বৈরাচার বিরোধী আন্দোলনে রাজপথে সক্রিয় ছিলেন এবং এখনো রাজপথে, মাঠে ও মিডিয়ায় সরব রয়েছেন।

    টকশো আলোচক হিসেবে তার পরিচিতি রয়েছে জাতীয় পর্যায়ে। সামাজিক যোগাযোগমাধ্যমেও তিনি সক্রিয় ও জনপ্রিয় মুখ। তিনি কখনো অন্যায়ের সঙ্গে আপোষ করেননি বলে তার সমর্থকরা দাবি করেন।

    “বদলে দিবো আমার শহর” — এই স্লোগানকে সামনে রেখে উপাধ্যক্ষ হীরা চাঁদপুরকে একটি আধুনিক, মানবিক ও বাসযোগ্য জেলা হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন। নির্বাচনী প্রচারে তিনি উন্নয়নমূলক, মানসম্পন্ন এবং মানবিক পরিকল্পনার ওপর জোর দিচ্ছেন।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    September 2025
    M T W T F S S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    2930