চাঁদপুর-৫ আসন , হাত পাখা প্রতীকের প্রার্থী মোহাম্মদ আলী পাটোয়ারীর গণসংযোগ
মো. রাফিউ হাসান হামজা, শাহরাস্তি (চাঁদপুর) : চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সরব হয়ে উঠেছে মাঠ পর্যায়ের প্রচারণা। ইসলামী আন্দোলন বাংলাদেশের হাত পাখা প্রতীকের প্রার্থী, সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা আলহাজ মোহাম্মদ আলী পাটোয়ারী মঙ্গলবার সকাল থেকে চাঁদপুরের শাহরাস্তির রায়শ্রী উত্তর, রায়শ্রী দক্ষিণ ও চিতোষী পূর্ব ইউনিয়নে টানা গণসংযোগ করেন।
গণসংযোগে তার সঙ্গে ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ শাহরাস্তি উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ ইসমাইল হোসেন, হাজীগঞ্জ উপজেলা শাখার সহসভাপতি হাফেজ শাহাদাত হোসেন প্রধানীয়া, শাহরাস্তি উপজেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি ইকবাল হোসাইন, ইসলামী যুব আন্দোলন শাহরাস্তি শাখার সভাপতি হাফেজ রাজু আহমেদ,
শাহরাস্তি উপজেলা শাখার সদস্য হাফেজ আব্দুস সালামসহ বিভিন্ন ইউনিয়নের দায়িত্বশীল নেতৃবৃন্দ। প্রার্থী মোহাম্মদ আলী পাটোয়ারী পথসভায় শান্তি, ন্যায় বিচার এবং সুশাসন প্রতিষ্ঠার অঙ্গীকার তুলে ধরে ভোটারদের সমর্থন চান। স্থানীয়দের সঙ্গে কুশল বিনিময় ও সমস্যার খোঁজ খবর নিতেও তিনি সময় ব্যয় করেন।
বিআলো/আমিনা



