চাঁদাবাজ সন্ত্রাসীদের হামলায় তরুণ ব্যবসায়ী গুরুতর আহত: মূলহোতা ‘তোতা’!
মোহাম্মদ জুবায়ের আলম: রাজধানীর খিলগাঁও সিপাহীবাগ এলাকায় চাঁদার দাবিতে এক ভয়াবহ সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন ইউসুফ (২০) নামে এক তরুণ ব্যবসায়ী। শনিবার রাতে এলাকার একটি গলিতে ওঁত পেতে থাকা সন্ত্রাসীরা তার ওপর অতর্কিত হামলা চালায়। ধারালো অস্ত্র দিয়ে নির্মমভাবে কুপিয়ে রক্তাক্ত করে পালিয়ে যায় তারা।
স্থানীয়রা ইউসুফকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে স্থানীয় একটি হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। মূলহোতা সন্ত্রাসী ‘তোতা’ চক্র!
ইউসুফের পরিবার জানায়, বেশ কিছুদিন ধরে একটি সন্ত্রাসী চক্র নিয়মিতভাবে তাদের কাছে চাঁদা দাবি করে আসছিল। চাঁদা না দেওয়ায় ‘তোতা’ নামে এক কুখ্যাত সন্ত্রাসীর নেতৃত্বে এ হামলা চালানো হয় বলে অভিযোগ তাদের। থানায় একাধিকবার জানানো হয়েছিল।
ইউসুফের বাবা জানান, আমরা একাধিকবার থানায় জানিয়েছি, কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এখন আমার ছেলেটা মৃত্যুর সঙ্গে লড়ছে।
ন্যায়বিচার চাই ইউসুফের পরিবারের অন্যান্য সদস্যরা সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।স্থানীয় বাসিন্দারা জানান, সিপাহীবাগ এলাকায় দীর্ঘদিন ধরেই তোতা চক্রের ত্রাস চলছে। তারা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করছেন।
বিআলো/এফএইচএস