চাঁদ দেখা গেছে, ঈদুল আজহা ৭ জুন
dailybangla
29th May 2025 10:17 am | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক: দেশের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামী শনিবার (৭ জুন) ঈদুল আজহা অনুষ্ঠিত হবে।
জাতীয় চাঁদ দেখা কমিটি জানায়, বুধবার (২৮ মে) সন্ধ্যায় দেশের আকাশে চাঁদ দেখা যায়।
ধর্ম উপদেষ্টা প্রফেসর ড. আ. ফ. ম খালিদ হোসেনের সভাপতিত্বে বুধবার সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররম প্রাঙ্গণে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হয়।
সভা শেষে জানানো হয়, পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল বৃহস্পতিবার ১৪৪৬ হিজরি সনের জিলহজ মাস গণনা শুরু হবে। জিলহজ মাসের ১০ তারিখ, অর্থাৎ ৭ জুন বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা উদ্যাপিত হবে।
বিআলো/শিলি