চাকরির পেছনে না ঘুরে উদ্যোক্তা হন, জীবন পাল্টে যাবে
নিজস্ব প্রতিবেদক: চাকরির পেছনে না ঘুরে আত্মনির্ভরশীল হওয়ার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন নারী উদ্যোক্তা মেরুন্নেসা। তিনি গড়ে তুলেছেন মেরুন্নেসা ফ্যাশন হাউজ, যার অবস্থান মোহাম্মদপুর টেক এলাকার সেকশন-৬, রোড নাম্বার ৬-এ।
তিল তিল করে গড়ে ওঠা এই প্রতিষ্ঠানটি শুরু করেছিলেন ছোট পরিসরে। ধীরে ধীরে পরিশ্রম ও দৃঢ় মনোবলের মাধ্যমে তিনি তার ব্যবসাকে এগিয়ে নিয়েছেন। বর্তমানে তার অধীনে ১০ জন কর্মী কাজ করছেন। ফলে শুধু নিজের জন্য নয়, অন্যদেরও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছেন তিনি।
মেরুন্নেসা আশাবাদ ব্যক্ত করে বলেন, সরকারের ঋণ সহায়তা পেলে তিনি তার ব্যবসা আরও বড় আকারে বিস্তৃত করতে চান। এতে নতুন করে অনেক মানুষের কর্মসংস্থান হবে এবং প্রতিষ্ঠানটি আরও সমৃদ্ধ হবে।
তার এই সাফল্যের কাহিনী আমাদের শেখায়—চাকরির পেছনে না ঘুরে উদ্যোক্তা হওয়ার সাহস নিলে জীবন পাল্টে যায়। আত্মবিশ্বাস, অধ্যবসায় আর কঠোর পরিশ্রমই একজন মানুষকে আত্মনির্ভরশীল করে তোলে।
বিআলো/তুরাগ