চাকরির প্রলোভনে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে নবীনগরে কনস্টেবল লিটনের বিরুদ্ধে মানববন্ধন
এস এম ওয়ালীউল্লাহ: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের দৌলতপুর গ্রামে পুলিশ কনস্টেবল লিটন মিয়ার নানা অপকর্ম, তকবীর বাণিজ্য ও জুলুম-অত্যাচারের প্রতিবাদে গ্রামবাসীর উদ্যোগে রোববার (৭ সেপ্টেম্বর) বিকেলে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধনে সভাপতিত্ব করেন সাবেক ইউপি সদস্য জলিল মেম্বার। এসময় বক্তব্য রাখেন ইউপি সদস্য রূপ মিয়া, বাছির ভুঁইয়া, আক্কাস ভুঁইয়া, সেলিম ভুঁইয়া, শাহিন ভুঁইয়া প্রমুখ। এছাড়া কনস্টেবল লিটনের আপন চাচারাও উপস্থিত থেকে তার নানা অনিয়ম ও অপকর্মের বিরুদ্ধে অভিযোগ তোলেন।
বক্তারা অভিযোগ করেন, দৌলতপুর গ্রামের লিটন মিয়া বর্তমানে কুমিল্লায় পুলিশ কনস্টেবল হিসেবে কর্মরত। তিনি গ্রামে ভয়-ভীতি দেখিয়ে তকবীর বাণিজ্য চালাচ্ছেন এবং অন্যায়ের প্রতিবাদ করলে হত্যার হুমকি ও মিথ্যা মামলা দেওয়ার ভয় দেখাচ্ছেন।
গ্রামবাসী ও লিটনের আপন চাচারা অভিযোগ করেন, তিনি দীর্ঘদিন ধরে জোরপূর্বক সাধারণ মানুষের জমি দখল করতে চেষ্টা করছেন এবং চাকরির প্রলোভনে কয়েকজনের কাছ থেকে বড় অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছেন। টাকা ফেরত চাওয়ায় মামলা দিয়ে হয়রানি করার হুমকি দেন।
গ্রামবাসী বলেন, লিটন মিয়ার দাপটে কেউ মুখ খুলতে সাহস পাচ্ছে না। তারা তার বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
বিআলো/তুরাগ