চাপ সামলে সিরিজে সমতায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল
স্পোর্টস ডেস্ক: প্রথম ম্যাচের ব্যর্থতার পর দ্বিতীয় টি-টোয়েন্টিতে দুর্দান্ত প্রত্যাবর্তন করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল। শুক্রবার কক্সবাজার একাডেমি গ্রাউন্ডে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলকে ৩ উইকেটে হারিয়ে পাঁচ ম্যাচের সিরিজে ১-১ সমতা ফেরায় স্বাগতিকরা।
টস জিতে ব্যাটিং নেয় পাকিস্তান। তবে শুরু থেকেই বাংলাদেশি বোলারদের নিয়ন্ত্রিত আক্রমণে চাপে পড়ে সফরকারীরা। সবচেয়ে বড় ভূমিকা রাখেন হাবিবা ইসলাম পিংকি। তার ৪ ওভারের স্পেলে ১৭ রান খরচায় ৪ উইকেট হারিয়ে ব্যাটিং লাইনআপ ধসায় পাকিস্তান। নির্ধারিত ২০ ওভারে তারা থামে ৭ উইকেটে ৮০ রানে। দলের হয়ে কোমল খান করেন সর্বোচ্চ ২৮ রান।
৮১ রানের সহজ লক্ষ্যও তাড়ায় এসে প্রথমেই বিপদে পড়ে বাংলাদেশ। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ৩৬ রানে ৪ উইকেট হারায় দল। ওপেনার সুমাইয়া আক্তার সুবর্ণা একপ্রান্ত ধরে রেখে ৩৮ বলে ৩২ রানের ইনিংসে ম্যাচে ফিরিয়ে আনেন বাংলাদেশকে। তবে মাঝপথে আবারও উইকেট পতনে স্বাগতিকদের স্কোর ৭০ রানে গিয়ে দাঁড়ায় ৭ উইকেটে।
শেষ মুহূর্তের চাপ সামলে দলকে জয়ে নিয়ে আসেন সাদিয়া আক্তার। শেষ দুই ওভারে প্রয়োজন ছিল ১১ রান। ১৯তম ওভারে টানা দুটি বাউন্ডারি হাঁকিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নেন তিনি। অপরাজিত ১৩ রানে মাঠ ছাড়েন সাদিয়া, নিশ্চিত করেন স্বাগতিকদের ৩ উইকেটের জয়।
এতে সিরিজ দাঁড়াল ১-১ সমতায়। রোববার একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি।
বিআলো/শিলি



