চার দশক পর লেবানন-ইসরাইল মুখোমুখি বৈঠক
আর্ন্তজাতিক ডেস্ক: উত্তেজনার চরম পরিস্থিতির মধ্যে ৪০ বছর পর সরাসরি আলোচনায় বসেছে লেবানন ও ইসরাইল। যুক্তরাষ্ট্রের তত্ত্বাবধানে অনুষ্ঠিত যুদ্ধবিরতি পর্যবেক্ষণ কমিটির এই বৈঠক দুই দেশের মধ্যে নতুন কূটনৈতিক সম্ভাবনা তৈরি করেছে।
লেবাননের প্রধানমন্ত্রী নওয়াফ সালাম বলেন, এটি শান্তি আলোচনা নয়; বরং শত্রুতা কমানো, বন্দিদের মুক্তি ও লেবাননের ভূখণ্ড থেকে ইসরাইলি সেনা প্রত্যাহারের প্রচেষ্টা। তিনি ২০০২ সালের আরব শান্তি উদ্যোগে লেবাননের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।
ব্লু লাইন সীমান্তে তিন ঘণ্টার বৈঠকের পর দেওয়া বিবৃতিতে বলা হয়, বেসামরিক প্রতিনিধিদের অন্তর্ভুক্তি দীর্ঘমেয়াদি সংলাপের পথ তৈরি করবে। সাম্প্রতিক ইসরাইলি হামলা পরিস্থিতিকে আরও জটিল করেছে বলে মন্তব্য করেন সালাম।
ইসরাইলি সরকারের মুখপাত্র এই বৈঠককে ‘ঐতিহাসিক’ বলে উল্লেখ করেন এবং দুই দেশের মধ্যে শান্তির সুযোগ উন্মুক্ত হয়েছে বলে মন্তব্য করেন।
বিআলো/শিলি



