চার প্রস্তাব এক প্রশ্নে, ২০২৬ সালের গণভোটের রূপরেখা
বিআলো ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই সনদ নিয়ে গণভোট আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে বলে ঘোষণা দিয়েছেন সিইসি এএমএম নাসির উদ্দিন।
জাতির উদ্দেশে ভাষণে তিনি জানান, সারা দেশে একই দিনে নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। গত নভেম্বরে উপদেষ্টা পরিষদের বৈঠকে অনুমোদিত ‘জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ-২০২৫’ কে সামনে রেখেই প্রস্তাবগুলো তৈরি করা হয়েছে।
গণভোটে ভোটারদের একটি প্রশ্নে ‘হ্যাঁ’ বা ‘না’ বলে মত জানাতে হবে, যেখানে চারটি গুরুত্বপূর্ণ সাংবিধানিক প্রস্তাব অন্তর্ভুক্ত থাকবে। এর মধ্যে আছে- নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক কাঠামো, দ্বিকক্ষবিশিষ্ট সংসদ গঠন, নারীর প্রতিনিধিত্ব বৃদ্ধি থেকে বিচার বিভাগের স্বাধীনতা; মোট ৩০টি সংস্কার বাস্তবায়নের অঙ্গীকার এবং জুলাই সনদের অন্যান্য পরিবর্তন কার্যকরের প্রতিশ্রুতি।
‘হ্যাঁ’ জয়ী হলে ১০০ আসনের উচ্চকক্ষ দলগুলোর প্রাপ্ত মোট ভোটের অনুপাতে গঠিত হবে এবং ভবিষ্যতে সংবিধান সংশোধনে এই উচ্চকক্ষের অনুমোদন বাধ্যতামূলক হবে।
বিআলো/শিলি



