চিকিৎসায় বিপ্লব আনছে মাইক্রোসফট
বিআলো ডেস্ক: চিকিৎসা খাতের অন্যতম বড় চ্যালেঞ্জ এখন জটিল রোগ শনাক্তে সময়ক্ষেপণ, সঠিক নির্ণয়ের অভাব এবং দক্ষ চিকিৎসকের সংকট। তবে এসব সমস্যার সহজ ও সম্ভাবনাময় সমাধান হতে পারে মাইক্রোসফটের নতুন উদ্ভাবন ‘এআই ডায়াগনস্টিক অর্কেস্ট্রেটর’।
এ টুলটি আসলে একটি ভার্চুয়াল মেডিকেল টিম, যেখানে পাঁচজন কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন ‘এআই চিকিৎসক’ একসঙ্গে কাজ করে।
কেউ রোগের সম্ভাব্য কারণ অনুসন্ধান করে, কেউ উপযুক্ত টেস্ট নির্ধারণ করে, আরেকজন ব্যাখ্যা দেয়, সব মিলিয়ে একধরনের ‘ডিজিটাল যুক্তিতর্ক’ চালিয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছে। এ পদ্ধতির নামই ‘চেইন অব ডিবেট’।
গবেষণায় দেখা গেছে, মানুষের থেকে প্রায় চার গুণ বেশি কার্যকরভাবে জটিল রোগ শনাক্ত করতে সক্ষম এ প্রযুক্তি। আরও চমকপ্রদ হলো, এটি রোগ নির্ণয়ের পেছনের যুক্তিগুলোও বিস্তারিতভাবে ব্যাখ্যা করতে পারে।
এতে চিকিৎসকের সিদ্ধান্তে আস্থা বাড়ে, বাড়ে রোগীর আত্মবিশ্বাসও। তবে শুধু নির্ভুলতা নয়, খরচ বাঁচানোর দিকেও নজর দিয়েছে মাইক্রোসফট।
এআইকে শেখানো হয়েছে খরচ সচেতনভাবে কাজ করতে। তাই এটি প্রয়োজনের বাইরে অতিরিক্ত পরীক্ষা না করে শুধু গুরুত্বপূর্ণ টেস্টই নির্ধারণ করে দেয়। এতে চিকিৎসা ব্যয়ে লাখ লাখ ডলার সাশ্রয় হচ্ছে।
এই এআই টুল তৈরিতে ব্যবহার করা হয়েছে ওপেন এআই, গুগল, মেটা, অ্যানথ্রপিকসহ বিশ্বের সেরা ভাষা মডেল।
স্বাস্থ্যখাতে দ্রুত সেবা নিশ্চিত করতে এবং দক্ষ মানবসম্পদের অভাব পূরণে এমন প্রযুক্তি হতে পারে ভবিষ্যতের ভরসা। শিগ্গির এটি মাইক্রোসফট কোপাইলট ও বিং সার্চে যুক্ত হতে যাচ্ছে, যা চিকিৎসা সহায়তায় আরও সহজ প্রবেশাধিকার নিশ্চিত করবে।
বিআলো/শিলি