চিতলমারী জামায়াতে ইসলামীর শোভাযাত্রা, এমপি প্রার্থী মশিউর রহমান খানের ঈদ শুভেচ্ছা
নিজস্ব প্রতিবেদক: চিতলমারী উপজেলা, ১ এপ্রিল ২০২৫: বাংলাদেশ জামায়াতে ইসলামী চিতলমারি উপজেলা শাখার উদ্যোগে এক সুন্দর শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে, যা এলাকাবাসীর মধ্যে ঈদের আনন্দ ও সমৃদ্ধির বার্তা পৌঁছে দিয়েছে।
শোভাযাত্রাটি পহেলা এপ্রিল, মঙ্গলবার বিকাল ৪টায় শুরু হয়ে চিতলমারি উপজেলা মোড় থেকে প্রদক্ষিণ করে সদর ইউনিয়ন, হিজলা ইউনিয়ন ও কলাতলা ইউনিয়ন হয়ে শেষ হয় চিতলমারি কেন্দ্রীয় শহীদ মিনারে। শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী’র বাগেরহাট-১ আসনের মনোনীত এমপি প্রার্থী অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান খান।

এছাড়াও উপস্থিত ছিলেন চিতলমারি উপজেলা জামায়াতে ইসলামী’র আমির মাওলানা গাজী মনিরুজ্জামান, বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ কামরুল ইসলাম, উপজেলা জামায়াতে ইসলামের সেক্রেটারি জাহিদুজ্জামান নান্না, সহ সেক্রেটারি মাওলানা গাজী আনিসুর রহমান, শিবির সভাপতি মোহাম্মদ তরিকুল ইসলাম এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। শোভাযাত্রা চলাকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী’র এমপি প্রার্থী মাওলানা মশিউর রহমান খান জনসাধারণের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
তিনি বলেন, “ঈদ আমাদের মধ্যে আনন্দ ও ভ্রাতৃত্বের বন্ধনকে আরও দৃঢ় করে। আসুন, আমরা সবাই একসাথে সমাজের উন্নতি এবং কল্যাণে কাজ করি। বাংলাদেশ জামায়াতে ইসলামী জনগণের পাশে রয়েছে এবং আমরা সমাজের সকল শ্রেণির মানুষের কল্যাণে কাজ করতে প্রস্তুত।”
এ সময় তিনি আরও বলেন, “আমরা আশা করি, এই শোভাযাত্রা আমাদের চিতলমারী, ফকিরহাট এবং মোল্লাহাট এলাকার মানুষের মধ্যে ঐক্য ও সমন্বয়ের বার্তা পৌঁছাবে এবং আগামীর নির্বাচনে আপনাদের সমর্থন পাবো।”
এখানে জামায়াতে ইসলামী সবসময় মানুষের অধিকার, শান্তি ও সমৃদ্ধি নিশ্চিত করতে কাজ করে চলেছে, আর আমরা আপনাদের পাশে আছি।
এমপি প্রার্থী মাওলানা মশিউর রহমান খানের বার্তা: “প্রিয় জনসাধারণ, আপনাদের ভালোবাসা ও সমর্থনই আমাদের পথচলার শক্তি। আমরা সবাই একযোগে কাজ করলে, আমাদের প্রিয় বাগেরহাট-১ আসনকে আরও উন্নত ও সমৃদ্ধশালী করতে পারবো। ঈদ আমাদের মাঝে ঐক্য ও ভালোবাসার নতুন দিগন্ত খুলে দেয়, তাই আসুন আমরা সবাই একে অপরের পাশে দাঁড়িয়ে ভবিষ্যতের জন্য কাজ করি। আল্লাহ আমাদের সহায় হোন।”
বিআলো/তুরাগ