চিশতীর মনোনয়ন দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ
হাসানুর রহমান হাসান, সাতক্ষীরা: সাতক্ষীরা-০২ আসনে বিএনপি নেতা, সাবেক ছাত্রনেতা ও জনপ্রিয় পৌর মেয়র মো. তাজকিন আহমেদ চিশতীর মনোনয়ন দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১টা ৩০ মিনিটে শহরের সংগীতা মোড় থেকে শতশত নেতা-কর্মী ও সমর্থকদের অংশগ্রহণে বিক্ষোভ মিছিলটি শুরু হয়।
হাতে প্ল্যাকার্ড, ব্যানার ও স্লোগানধ্বনিতে মুখরিত মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে শহরের একটি গুরুত্বপূর্ণ মোড়ে সমাবেশে মিলিত হন তারা। সাধারণ মানুষসহ বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে এ কর্মসূচিতে অংশ নেন।
সমাবেশে বক্তারা বলেন, মো. তাজকিন আহমেদ চিশতী দীর্ঘদিন ধরে এলাকার মানুষের আস্থাভাজন নেতা। তিনি ত্যাগী রাজনীতিবিদ, আন্দোলন-সংগ্রামের পরীক্ষিত সৈনিক এবং শীষ প্রতীক নিয়ে একাধিকবার নির্বাচিত পৌর মেয়র। জনগণের ভালোবাসা, আস্থা ও প্রত্যাশার প্রতিফলনই তার প্রতি মানুষের নিরন্তর সমর্থন।
বক্তারা আরও বলেন, সাতক্ষীরা-০২ আসনের উন্নয়ন, মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং রাজনৈতিক স্থিতিশীলতার জন্য চিশতীর মতো পরিচ্ছন্ন ও যোগ্য নেতৃত্ব প্রয়োজন। তাই কেন্দ্রীয় সিদ্ধান্ত–নির্মাতাদের প্রতি তারা অনুরোধ জানান—অাসন্ন নির্বাচনে মো. তাজকিন আহমেদ চিশতীকে মনোনয়ন দিয়ে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে হবে।
সমাবেশে বিপুল জনসমাগম প্রমাণ করে, তাজকিন আহমেদ চিশতীই সাতক্ষীরা-০২ আসনের মানুষের পছন্দের নেতা—যাকে তারা আবারও জাতীয় নির্বাচনে দেখতে চান।
বিআলো/ইমরান



