• যোগাযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    চিহ্নিত অপরাধী ও সন্ত্রাসীদের ধরতে চিরুনি অভিযান: স্বরাষ্ট্র উপদেষ্টা 

     dailybangla 
    13th Jul 2025 5:28 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: চিহ্নিত অপরাধী ও সন্ত্রাসীদের ধরতে দ্রুতই বিশেষ বা চিরুনি অভিযান পরিচালনার ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী।

    শনিবার (১৩ জুলাই ২০২৫) দুপুরে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ১১তম সভা শেষে সংবাদ ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

    তিনি বলেন, খুন, চাঁদাবাজি, ছিনতাই, অপহরণ, নারী নির্যাতন, মাদক ও সন্ত্রাসসহ সব ধরনের অপরাধ দমনে সরকার কঠোর অবস্থানে রয়েছে। পরিস্থিতি বিবেচনায় দ্রুতই দেশব্যাপী চিহ্নিত অপরাধী ও সন্ত্রাসীদের ধরতে বিশেষ বা চিরুনি অভিযান পরিচালনা করা হবে।

    সাম্প্রতিক মিটফোর্ড হত্যাকাণ্ড প্রসঙ্গে উপদেষ্টা বলেন, সরকার এ ঘটনাকে সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে দেখছে। হত্যাকাণ্ডের দায়ের করা মামলার এফআইআরভুক্ত ১৯ জন আসামির মধ্যে সাতজনকে ইতোমধ্যে র‍্যাব, সেনাবাহিনী ও পুলিশ গ্রেপ্তার করেছে। এর মধ্যে ছয়জনকে ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে শনাক্ত করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

    তিনি আরও জানান, বুধবার সন্ধ্যায় হত্যার পরপরই প্রধান আসামি মঈনকে পুলিশ এবং তারেককে সেনাবাহিনী অস্ত্রসহ আটক করে। পরবর্তীতে শুক্রবার ও শনিবার আরও কয়েকজনকে গ্রেফতার করে ডিবি। এ মামলার দ্রুত বিচার ট্রাইব্যুনালে নেয়ার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

    স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সরকারের অবস্থান পরিষ্কার—অপরাধী যেই হোক, যে দলেরই হোক, তাকে কোনো অবস্থাতেই ছাড় দেওয়া হবে না। রাজনৈতিক পরিচয়ের আড়ালে কেউ রক্ষা পাবে না।

    সভায় সারাদেশে চলমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মব সহিংসতা, নারী-শিশু নির্যাতন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, জঙ্গিবাদ দমন, সাইবার অপরাধ, চাঁদাবাজি, ভূমিদস্যুতা ও অপতৎপরতা রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের বিষয়ে আলোচনা হয়।

    এছাড়া গার্মেন্টস শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ, শিল্প এলাকায় অস্থিরতা প্রতিরোধ, রোহিঙ্গা ক্যাম্প ও সীমান্ত পরিস্থিতি, অবৈধ অস্ত্র উদ্ধার এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার বিষয়ে গঠনমূলক সিদ্ধান্ত নেওয়া হয়।

    সভায় উপদেষ্টা পরিষদ কমিটির সদস্যবৃন্দ, আইনশৃঙ্খলা বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা ও সংশ্লিষ্ট প্রশাসনিক কর্তৃপক্ষ উপস্থিত ছিলেন।

    বিআলো/এফএইচএস

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    September 2025
    M T W T F S S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    2930