চীনের বিশেষ প্রতিনিধি দল দাউদকান্দি উপজেলা বিএনপির সঙ্গে মতবিনিময় সম্পন্ন
মো. শাহাদাত হোসেন তালুকদার: চীন-বাংলাদেশ বন্ধুত্বের ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে ঢাকায় নিযুক্ত চায়নার রাষ্ট্রদূত মি. ইয়াও ওয়েন নেতৃত্বে উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল বুধবার (২৬ অক্টোবর ২০২৫) দাউদকান্দি উপজেলা বিএনপির প্রধান কার্যালয়ে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দাউদকান্দি উপজেলা বিএনপির আহ্বায়ক লতিফ ভূইয়া, সদস্য সচিব ভিপি জাহাঙ্গীর আলম, পৌর বিএনপির আহ্বায়ক নুর মোহাম্মদ সেলিম সরকার, পৌর সদস্য সচিব কাউসার আলম সরকার, যুগ্ম আহ্বায়ক কাউন্সিল সালাউদ্দিন ও মোস্তাক সরকার, পৌর যুবদলের আহ্বায়ক শরীফ চৌধুরী, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোল্লা জামাল, সাবেক যুগ্ম আহ্বায়ক হুমায়ুন খন্দকার, পৌর ছাত্রদলের আহ্বায়ক মোঃ রাসেল ও পৌর জাসাসের আহ্বায়ক মোল্লা সোহেল।
সভায় বক্তারা বলেন, চীন ও বাংলাদেশের দীর্ঘমেয়াদী বন্ধুত্বপূর্ণ সম্পর্ক প্রায় ৫০ বছর আগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্থাপন করেছিলেন। দুই দেশের সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়ে বিএনপির সঙ্গে চীনের প্রতিনিধি দলের এই মতবিনিময় অনুষ্ঠিত হলো।
চীনের প্রতিনিধি দল বলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন এর সঙ্গে চীন সরকারের ঘনিষ্ঠ ও ইতিবাচক সম্পর্ক রয়েছে এবং ভবিষ্যতেও তা বজায় থাকবে। তারা সরকারের সহযোগিতা বৃদ্ধির প্রতিশ্রুতি দেন। এছাড়া চীন ও বাংলাদেশের ঐতিহাসিক বন্ধুত্ব দুই দেশের মানুষের কল্যাণ, বাণিজ্য ও সংস্কৃতি বিনিময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে উল্লেখ করেন।
সভায় অর্থনীতি, আসন্ন নির্বাচন, জননিরাপত্তা, চিকিৎসা ব্যবস্থা এবং ভিসা সুবিধা সম্প্রসারণসহ বিভিন্ন বিষয়ে সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে চীনের প্রতিনিধি দল আশাবাদ প্রকাশ করেন। পরবর্তীতে অসহায় পরিবারদের মধ্যে অনুদান বিতরণ করা হয়।
বিআলো/এফএইচএস



