• যোগাযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    চীনে ভ্রমণে গিয়ে কোরিয়ান অভিনেতার মৃত্যু 

     dailybangla 
    04th Dec 2024 2:41 pm  |  অনলাইন সংস্করণ

    বিনোদন ডেস্ক: জনপ্রিয় কোরিয়ান অভিনেতা পার্ক মিন জে ঘুরতে গিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়লেন। শুক্রবার (২৯ নভেম্বর) চীনে ভ্রমণে থাকাকালীন হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৩২ বছর।

    বুধবার (৪ ডিসেম্বর) ইউহা উইমেনস ইউনিভার্সিটি সিউল হসপিটালের ফিউনেরাল হলে পার্ক মিন জের শেষকৃত্য সম্পন্ন হবে।

    পার্ক মিন জের এজেন্সি বিগ টাইটেল এক বিবৃতিতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, তিনি অভিনয় পছন্দ করতেন। তার অভিনয় ছিল সবসময় সেরা। সবাইকে রেখে সর্গে চলে গেছেন তিনি। আমরা আর তার অভিনয় দেখতে পাব না। তবে তাকে সবসময় গর্বের সঙ্গে স্মরণ করব আমরা।

    এছাড়া এ অভিনেতার ছোট ভাই পার্ক জে হিউং সামাজিক যোগাযোগ মাধ্যমের ইনস্টাগ্রামে সোমবার (২ ডিসেম্বর) এক পোস্টে লিখেছেন, আমাদের প্রিয় ভাই চলে গেছেন। আশা করছি আপনারা আরও মানুষ তাকে দেখতে আসবেন, বিদায় জানাতে আসবেন। আর সবাই এটা বুঝে নিন যে, আমরা পৃথক কারও সঙ্গে যোগাযোগ করতে পারব না।

    উল্লেখ্য, ২০২১ সালে ‘আইডল: দ্য ক্যু’ সিরিজে অভিনয়ের মাধ্যমে দর্শকমহলে জনপ্রিয়তা পান পার্ক মিন জে। এরপর ‘লিটল উইমেন’, ‘স্ন্যাপ অ্যান্ড পার্ক’, ‘কোরীয় খিতন ওয়ার’সহ কয়েকটি সিরিজে অভিনয় করেছেন এই অভিনেতা।

    বিআলো/শিলি

    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    September 2025
    M T W T F S S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    2930