• যোগাযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    চুক্তি ছাড়াই শেষ হলো ট্রাম্প-পুতিন বৈঠক 

     dailybangla 
    16th Aug 2025 10:26 am  |  অনলাইন সংস্করণ

    আর্ন্তজাতিক ডেস্ক: বিশ্ব রাজনীতির অন্যতম আলোচিত বিষয় ছিল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখোমুখি বৈঠক। যুক্তরাষ্ট্রের আলাস্কায় অনুষ্ঠিত এই বৈঠক ঘিরে ছিল আন্তর্জাতিক মহলের প্রবল আগ্রহ। ইউক্রেন যুদ্ধ এবং রাশিয়া-যুক্তরাষ্ট্র সম্পর্কের টানাপোড়েনের প্রেক্ষাপটে এই বৈঠককে অনেকে ‘ঐতিহাসিক’ হিসেবে আখ্যা দিয়েছেন। সূত্র: বিবিসি

    প্রায় তিন ঘণ্টার বৈঠক শেষে আলাস্কার অ্যাঙ্কোরেজ শহর ছেড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। যদিও ইউক্রেন যুদ্ধবিরতি নিয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেননি দুই নেতা।

    সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, দুই নেতার প্রায় তিন ঘণ্টার বৈঠকের যৌথ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। তবে সেখানে সাংবাদিকদের কোনো প্রশ্নের সুযোগ রাখা হয়নি। এরকিছুক্ষণ পরই পুতিন তাকে বহনকারী বিমানে উঠেন। পুতিনের মিনিট ১০ পর ট্রাম্পও তাকে বহনকারী এয়ার ফোর্স ওয়ানে উঠে যান।

    এর আগে স্থানীয় সময় শুক্রবার বেলা ১১টার দিকে আলাস্কার এলমেনডর্ফ-রিচার্ডসন সামরিক ঘাঁটিতে পুতিনকে বহনকারী উড়োজাহাজ অবতরণ করেন। এর কয়েক মিনিট আগে ট্রাম্পকে বহনকারী উড়োজাহাজও সেখানে অবতরণ করে।

    বিমানবন্দরে পুতিনকে লালগালিচায় উষ্ণভাবে বরণ করে নেন ট্রাম্প। এরপর মার্কিন প্রেসিডেন্টের গাড়িতে করে দুই নেতা বৈঠকস্থলে যান। সেখানে তাদের মধ্যে প্রায় তিন ঘণ্টার বৈঠক হয়। বৈঠকে উভয় পক্ষের আরও দুজন করে কর্মকর্তা ছিলেন।

    রুদ্ধদ্বার বৈঠক শেষে ট্রাম্প ও পুতিন যৌথ সংবাদ সম্মেলনে আসেন। তারা বৈঠক ‘ফলপ্রসূ’ হয়েছে বলে মন্তব্য করেন। তবে রাশিয়া–ইউক্রেন যুদ্ধবিরতি বা এ যুদ্ধ বন্ধের চুক্তি নিয়ে সুনির্দিষ্ট কোনো ঘোষণা দেননি।

    মার্কিন প্রেসিডেন্ট বলেন, দুই পক্ষের সমস্যা সমাধানের আগে কোনো চুক্তি হবে না। তবে অনেক বিষয়ে দুই নেতা একমত হয়েছেন বলেও জানান তিনি। পরবর্তী পদক্ষেপ হিসেবে ইউক্রেন এবং ন্যাটোর সঙ্গে আলোচনার পরিকল্পনার কথাও জানান ট্রাম্প।

    যৌথ সংবাদ সম্মেলনে দ্বিতীয় দফার সম্ভাব্য বৈঠকের জন্য ট্রাম্পকে মস্কো যাওয়ার আমন্ত্রণ জানান পুতিন। ইউক্রেনে যুদ্ধ বন্ধে মূল কারণগুলো নিরসনে তাগিদ দেন রাশিয়ার প্রেসিডেন্ট। পাশাপাশি, ইউরোপ এবং ইউক্রেনকে আলোচনায় বাধাদানকারী কোনো ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার হুঁশিয়ারি দেন তিনি।

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    August 2025
    M T W T F S S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031