চুনারুঘাটে রাজমিস্ত্রির মৃত্যু: পরকীয়া প্রেমের জেরে হত্যার অভিযোগ
জুয়েল চৌধুরী, হবিগঞ্জ: হবিগঞ্জের চুনারুঘাটে পরকীয়া সম্পর্কের জেরে রাজমিস্ত্রি মোশারফ (২০) হত্যার অভিযোগে এলাকায় তোলপাড় চলছে। পরিবারের দাবি, তাকে পরিকল্পিতভাবে হত্যা করে পরে মুখে বিষ ঢেলে আত্মহত্যা হিসেবে চালানোর চেষ্টা করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার মানিকভান্ডার গ্রামের ফারুক মিয়ার ছেলে মোশারফ একই গ্রামের জয়নাল আবেদীনের মেয়ে স্বর্ণা আক্তারকে বিয়ে করেন। বিয়ের পর মোশারফ ঘর জামাই হিসেবে শ্বশুরবাড়িতেই থাকতেন। স্বর্ণার মা রোজিনা বেগম জীবিকার প্রয়োজনে প্রবাসে চলে গেলে স্বর্ণা গাজীপুর ইউনিয়নের সাদ্দাম বাজারের রশিদ মিয়ার ছেলে মানিক মিয়ার সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন বলে অভিযোগ।
স্বামী মোশারফ বিষয়টি বুঝতে পেরে স্বর্ণা ও মানিক মিয়াকে একাধিকবার আপত্তিকর অবস্থায় ধরেন। স্থানীয়ভাবে শালিসও হয় এবং মানিক মিয়াকে স্বর্ণার বাড়িতে না আসার জন্য নিষেধ করা হয়।
তবে ৪ জুলাই বিকেলে মোশারফ বাড়ির বাইরে থাকার সুযোগে স্বর্ণা ও মানিক মিয়া গোপনে সাক্ষাৎ করলে মোশারফ এসে তাদের আটক করেন। এ সময় স্বর্ণার নানি আফিয়া খাতুন, শিপন মিয়ার স্ত্রী রিফা আক্তারসহ কয়েকজন স্বর্ণার পক্ষ নিয়ে মোশারফের সঙ্গে সংঘর্ষে জড়ান। পরিবারের অভিযোগ, এ সময় তারা মোশারফকে মারধর করে মুখে জোর করে বিষ ঢেলে হত্যা করে এবং পরে ঘটনাটি আত্মহত্যা বলে প্রচার করে পালিয়ে যায়।
আশঙ্কাজনক অবস্থায় মোশারফকে প্রথমে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে হবিগঞ্জ সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরদিন ৫ জুলাই ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয় এবং বিকেলেই দাফন সম্পন্ন হয়।
মৃত মোশারফের বোন জনি আক্তার অভিযোগ করেন, “আমার ভাইকে পূর্বপরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমরা আইনের আশ্রয় নেব।”
এ ঘটনায় এলাকায় শোক ও ক্ষোভের ছায়া নেমে এসেছে। পুলিশ সূত্রে জানা গেছে, লিখিত অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
বিআলো/তুরাগ