চুয়াডাঙ্গা পুলিশ লাইন্সে পরিবেশবান্ধব উদ্যোগ: গাছের চারা রোপণ করলেন পুলিশ সুপার
শৃঙ্খলার আলো ডেস্ক: পরিবেশ সংরক্ষণ এবং সবুজায়নের লক্ষ্যে চুয়াডাঙ্গা জেলা পুলিশ এক ব্যতিক্রমধর্মী উদ্যোগ গ্রহণ করেছে। এ উদ্যোগের অংশ হিসেবে ৬ জুলাই (রবিবার) সকাল সাড়ে ৯টায় চুয়াডাঙ্গা পুলিশ লাইন্স প্রাঙ্গণে নারিকেল গাছের চারা রোপণ করেন জেলা পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা, বিপিএম-সেবা।
পুলিশ সুপার নিজ হাতে নারিকেল গাছের চারা রোপণের মাধ্যমে এই বৃক্ষরোপণ কর্মসূচির শুভ সূচনা করেন। এতে মূলত জেলা পুলিশের পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং পুলিশ লাইন্স এলাকায় সবুজ পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে ২১০টি নারিকেল গাছের চারা রোপণ করা হচ্ছে। পাশাপাশি বিভিন্ন ইউনিটেও নারিকেল ও তাল গাছের চারা রোপণ কার্যক্রম পরিচালিত হবে।
উদ্বোধনী বক্তব্যে পুলিশ সুপার বলেন, বৃক্ষ শুধু আমাদের অক্সিজেনই দেয় না, বরং এটি পরিবেশ রক্ষা, প্রাকৃতিক ভারসাম্য এবং একটি বাসযোগ্য পৃথিবী গড়ার জন্য অপরিহার্য। তাই প্রত্যেক পুলিশ সদস্যকে নিজ দায়িত্বস্থলে অন্তত একটি করে গাছ রোপণ ও পরিচর্যার দায়িত্ব নিতে হবে।
তিনি আরও বলেন, এই উদ্যোগ আমাদের সদস্যদের মধ্যে দায়িত্ববোধ ও পরিবেশবান্ধব মানসিকতা তৈরিতে সহায়তা করবে এবং সাধারণ মানুষকেও বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করবে।”
এই কর্মসূচিতে সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিস) তাজরিনা সুলতানা-সহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সকলে একযোগে বৃক্ষরোপণে অংশগ্রহণ করেন এবং এ উদ্যোগকে সফল করতে দৃঢ় প্রতিজ্ঞা ব্যক্ত করেন।
বিআলো/ এফএইচএস