• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    ছক্কা মেরে অক্কা রিশাদ, জয়ের আশা টিকে আছে 

     dailybangla 
    22nd Jul 2025 7:56 pm  |  অনলাইন সংস্করণ

    বাংলাদেশ-পাকিস্তান দ্বিতীয় টি-টোয়েন্টি

    মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় টি-টোয়েন্টিতে এক পর্যায়ে প্রতিরোধ গড়ে তোলে বাংলাদেশ। তবে ব্যাটারদের নিয়মিত পতনে চাপে থেকেছে দলটি।

    ছক্কা মেরে ফিরে গেলেন রিশাদ

    ১৮তম ওভারে আব্বাস আফ্রিদির স্লোয়ারে বিভ্রান্ত হয়ে বোল্ড হয়ে গেলেন রিশাদ হোসেন। আগের বলেই লং অন দিয়ে দুর্দান্ত এক ছক্কা হাঁকিয়েছিলেন তিনি। শেষ পর্যন্ত ৪ বলে এক ছক্কায় ৮ রান করেন রিশাদ।
    ১৮ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৮ উইকেটে ১১১ রান। ক্রিজে আছেন জাকের আলি ও শরিফুল ইসলাম।

    দ্রুত ফিরলেন শামীম হোসেন

    শেষদিকে বড় রান তোলার আশায় ব্যর্থ শামীম হোসেন। আহমেদ দানিয়েলের বাইরের বল খেলতে গিয়ে স্টাম্পে টেনে আনেন তিনি। করেন ৪ বলে মাত্র ১ রান।
    ১৬ ওভার শেষে বাংলাদেশের স্কোর ৬ উইকেটে ৯৪।

    পঞ্চাশ রানের জুটি ভাঙলেন মেহেদি

    মোহাম্মদ নাওয়াজকে এক ছক্কায় পঞ্চাশ পূর্ণ করার পরপরই একই বোলারের পরের বলে ধরা পড়েন শেখ মেহেদি হাসান। ২৫ বলে ৩৩ রান করে ফিরেছেন তিনি।
    ১৪ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ৮১ রান।

    মাঝপথে ৪ উইকেটে ৫৩ রান

    শেখ মেহেদি হাসান ও জাকের আলির ব্যাটে কিছুটা স্বস্তি ফিরে পায় বাংলাদেশ। ১০ ওভারে ৪ উইকেটে ৫৩ রান। ২৫ বলে ২৫ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন তারা।

    পারভেজ ফিরলে বাড়ে চাপ

    ৬তম ওভারে মিড অনে ক্যাচ দিয়ে ফেরেন পারভেজ হোসেন। ১৪ বলে করেন ১৩ রান।
    ৬ ওভারে বাংলাদেশের স্কোর দাঁড়ায় ৪ উইকেটে ২৯।

    হৃদয় রান আউট

    তাওহিদ হৃদয় কোনো রান না করেই রান আউটে কাটা পড়েন। দ্রুত রান নিতে গিয়ে সালমান আগার থ্রোয়ে ফিরে যেতে পারেননি সময়মতো।

    লিটনও ব্যর্থ

    ক্যাপ্টেন লিটন দাস ৯ বলে ৮ রান করে আউট হন সালমান মির্জার বলে।

    শুরুতেই ধাক্কা, ফিরলেন নাঈম

    দলের প্রথম উইকেট হারায় মাত্র দ্বিতীয় ওভারেই। ৭ বলে ৩ রান করে কট বিহাইন্ড হন নাঈম শেখ।

    শোকের আবহে শুরু হয় ম্যাচ

    বাংলাদেশের সাম্প্রতিক বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালনের মাধ্যমে শুরু হয় ম্যাচটি।

    একাদশে পরিবর্তন

    বাংলাদেশ: তানজিদ ও তাসকিন বাদ। জায়গা পেয়েছেন মোহাম্মদ নাঈম শেখ ও শরিফুল ইসলাম।
    পাকিস্তান: আবরার আহমেদের জায়গায় অভিষেক হলো আহমেদ দানিয়ালের।

    টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

    টস জিতে ফিল্ডিং নেয় পাকিস্তান। লিটন টানা দ্বিতীয় ম্যাচে টস হারলেন। প্রথম ম্যাচে বাংলাদেশ আগে বোলিং করে সহজ জয়ে এগিয়ে যায় সিরিজে।

    সিরিজ জয়ের সুযোগ বাংলাদেশের সামনে

    প্রথম ম্যাচে দাপুটে জয়ের পর এই ম্যাচ জিতলেই পাকিস্তানের বিপক্ষে ইতিহাস গড়বে বাংলাদেশ—প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজ জয়।
    প্রথম ম্যাচে ১১০ রানে গুটিয়ে দেওয়া পাকিস্তানকে ২৭ বল বাকি থাকতেই হারিয়েছিল টাইগাররা। এবার সেই ধারাবাহিকতা ধরে রাখতে মরিয়া লিটনের দল।

    বিআলো/এফএইচএস

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    November 2025
    M T W T F S S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930