ছদ্মবেশে থাকা যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি র্যাবের অভিযানে গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদন: রাজশাহীর বাঘা থেকে সতেরো বছর আগের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মনিরুল ইসলাম লিটনকে গ্রেফতার করেছে র্যাব-৫।
মঙ্গলবার দুপুর দুইটার দিকে উপজেলার চক নারায়ণপুর পালপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার লিটন ওই এলাকার মৃত সিরাজুল ইসলামের ছেলে। র্যাব এর মিডিয়া সেল থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
র্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় বাঘার চক নারায়ণপুর পালপাড়া এলাকায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক এক আসামী ছদ্মবেশে দীর্ঘদিন যাবত আত্মগোপনে রয়েছে । এরই প্রেক্ষিতে সিপিএসসি, র্যাব-৫ এর গোয়েন্দা দল উক্ত আসামীর গতিবিধি পর্যবেক্ষণ করে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। গত সতেরো বছর আগে বিপুল পরিমাণ ফেন্সিডিল সহ আইন শৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার হয় এবং তার বিরুদ্ধে মাদক মামলা রুজু হয়। পরবর্তীতে বিজ্ঞ আদালত কর্তৃক তাকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড প্রদান করে।
বিআলো/তুরাগ