• যোগাযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    ছন্দে থাকা চেলসিকে পাত্তাই দিলো না ব্রাইটন 

     dailybangla 
    15th Feb 2025 1:25 pm  |  অনলাইন সংস্করণ

    ক্রীড়া ডেস্ক: চলতি মৌসুমে দারুণ ছন্দে থাকা চেলসি পাত্তাই পেল না ব্রাইটের মাঠে। নিজেদের মাঠে গুনে গুনে ৩টি গোল দিয়ে দম্ভ ভাঙলো চেলসির। তবে তার বিপরিতে প্রতিপক্ষের জালে একটি বলও জড়াতে পারেনি তারা।

    প্রিমিয়ার লিগে শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) ব্রাইটনের বিপক্ষে ৩-০ গোলে হারের পর মারেস্কা বলেন, ‘সম্ভবত আমি পৌঁছানোর পর এটা সবচেয়ে বাজে পারফরম্যান্স। বিশেষ করে আমরা এখন যে ধরনের ছন্দে আছি। আমরা লিগের চারে আছি। আজকে জিতলে লিগের তৃতীয় দলের সঙ্গে পয়েন্ট ব্যবধান কমে ১-এ আসতো। কিন্তু এখন ব্যবধানটা আরও বড় হলো। এ ধরনের পারফরম্যান্স কেউ আশা করে না। আমরা হতাশ, এমন পারফরম্যান্সের জন্য সমর্থকদের কাছে ক্ষমা চাচ্ছি।’

    হারের সঙ্গে বাজে পারফরম্যান্সের কারণটাও উল্লেখ করেছেন ইতালিয়ান এ কোচ। মূলত বেশিরভাগ তারকা ইনজুরিতে থাকায় আশানুরূপ ফল পাচ্ছে না দল। মূল স্ট্রাইকাররা না থাকায় ব্রাইটনের বিপক্ষে গোলের সুযোগও তৈরি করতে পারেনি ব্লুজ। এর আগে একই দলের বিপক্ষে ২-১ ব্যবধানে হেরে এফএ কাপের চতুর্থ রাউন্ড থেকে বাদ পড়েছিল তারা। তবে সমাধান বের করার চেষ্টায় আছেন মারেস্কা।

    ইতালিয়ান এ কোচ বলেন, ‘ইনজুরি আমাদের সমস্যায় ফেলেছে। বিশেষ করে স্ট্রাইকাররা, গুরুত্বপূর্ণ খেলোয়াড়রা মাঠের বাইরে। কিন্তু আমাদের সমাধান খুঁজে বের করতে হবে।’

    ব্রাইটনের বিপক্ষে হারে কিছুটা হোঁচট খেলেও ভালোভাবেই মৌসুম শেষ করার বার্তা দিয়েছেন মারেস্কা।

    তিনি বলেন, ‘আমি পৌঁছানোর পর এটা সবচেয়ে বাজে মুহূর্ত। কিন্তু আমরা এখনো প্রতিযোগিতায় আছি। আমাদের ভালোভাবে শেষ করতে হবে।’

    ২৫ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে টেবিলের চারে আছে তারা। এক ম্যাচ কম খেলে ৪৭ পয়েন্ট নিয়ে তিনে অবস্থান করছে নটিংহ্যাম ফরেস্ট।

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    September 2025
    M T W T F S S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    2930