ছয় দিনেই রেমিট্যান্স ৭ হাজার কোটি টাকা
নিজস্ব প্রতিবেদক: চলতি ডিসেম্বর মাসের মাত্র প্রথম ছয় দিনে প্রবাসী বাংলাদেশিরা দেশে পাঠিয়েছেন ৬৩ কোটি ২৩ লাখ ৮০ হাজার মার্কিন ডলারের রেমিট্যান্স, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে সাত হাজার কোটি টাকারও বেশি (প্রতি ডলার ১২২ টাকা ধরে ৭,৭১৩ কোটি ৮১ লাখ টাকা)।
বাংলাদেশ ব্যাংকের তথ্যই চোখ কপালে তুলে দিয়েছে, রোববার (৭ ডিসেম্বর) প্রকাশিত হিসেবে দেখা যাচ্ছে, ডিসেম্বরের শুরু থেকেই রেমিট্যান্সের রেকর্ড গতিতে ছুটছে। মাত্র ১৪৪ ঘণ্টায় দেশে ঢুকেছে ৭,৭১৩ কোটি টাকারও বেশি বিদেশি মুদ্রা যা প্রতিদিন গড়ে প্রায় সাড়ে ১০ কোটি ডলারের ওপর!
বেসরকারি ব্যাংকগুলো একাই টেনে এনেছে ৪৬ কোটি ৩০ লাখ ডলার। রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর ঝুলিতে ৮ কোটি ৫৮ লাখ, বিশেষায়িত ব্যাংকে ৮ কোটি ১৭ লাখ এবং বিদেশি ব্যাংকগুলোর শাখায় জমা পড়েছে ১৭ লাখ ৯০ হাজার ডলার।
উল্লেখ্য, গত নভেম্বর মাসে চলতি অর্থবছরের সর্বোচ্চ ২৮৮ কোটি ৯৫ লাখ ২০ হাজার ডলার রেমিট্যান্স এসেছিল, অর্থাৎ প্রতিদিন গড়ে ৯ কোটি ৬৩ লাখ ডলার। ডিসেম্বরের প্রথম ৬ দিনের হিসেবে প্রতিদিন গড়ে আসছে প্রায় ১০ কোটি ৫৩ লাখ ডলার, যা আগের মাসের চেয়েও বেশি গতি দেখাচ্ছে।
বিআলো/শিলি



