ছাত্রদলের সমাবেশে জনস্রোত, তারেক রহমানকে ঘিরে স্লোগান
এফ এইচ সবুজ: জুলাই মাসব্যাপী ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আজ রোববার (৩ আগস্ট) রাজধানীর শাহবাগে কেন্দ্রীয় সমাবেশ করছে জাতীয়তাবাদী ছাত্রদল। সমাবেশ ঘিরে সকাল থেকেই রাজধানীর শাহবাগ এলাকা ও আশপাশের সড়ক জনসমুদ্রে পরিণত হয়েছে।
মাঠ পর্যায়ে ঘুরে দেখা গেছে, হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনের সড়ক থেকে শুরু করে শাহবাগ মোড়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ, কাঁটাবন মোড় এবং ঢাকা ক্লাব পর্যন্ত নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। মূল সড়ক ও আশপাশের গলিগুলোতেও ছাত্রদলের নেতাকর্মীরা জড়ো হয়েছেন ব্যানার-প্ল্যাকার্ড হাতে।
সমাবেশে অংশ নিতে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ, পূর্ব-পশ্চিম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ সারাদেশের বিভিন্ন জেলা-শাখা থেকে হাজার হাজার নেতাকর্মী রাজধানীতে জড়ো হয়েছেন।
সমাবেশস্থলে উপস্থিত নেতাকর্মীরা ‘তারেক রহমান বীরের বেশে-আসবে ফিরে বাংলাদেশে’, ‘সবার আগে বাংলাদেশ’, ‘শিক্ষার অধিকার নিশ্চিত করো’, ‘গণতন্ত্র ফেরাও’-ইত্যাদি নানা স্লোগানে সমাবেশ এলাকা মুখরিত করে তুলেছেন। ঢাকায় এক ধরনের উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হলেও, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এলাকাজুড়ে রয়েছে সতর্ক অবস্থানে।
সমাবেশের আনুষ্ঠানিক কার্যক্রম কিছুক্ষণের মধ্যেই শুরু হওয়ার কথা রয়েছে, যেখানে ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ বিএনপির সিনিয়র নেতারাও বক্তব্য রাখবেন বলে জানা গেছে।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। তবে ট্রাফিক ব্যবস্থা ব্যাহত হওয়ায় ওই এলাকায় যানজট দেখা দিয়েছে।
বিআলো/এফএইচএস