• যোগাযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    ছাত্রদের টার্গেট করে গুলি চালানো সেই এপিবিএন সদস্য গ্রেপ্তার 

     dailybangla 
    14th Sep 2024 11:54 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গুলি চালানোর অভিযোগে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) এক সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। গ্রেপ্তার মো. সুজন হোসেন ৫ আগস্ট রাজধানীর চানখারপুল এলাকায় আন্দোলনকারীদের লক্ষ্য করে গুলি চালিয়েছেন এমন দৃশ্য ছড়িয়ে পড়েছে।

    শনিবার (১৪ সেপ্টেম্বর) তাকে ওই মামলায় গ্রেপ্তার দেখায় পুলিশ। এর আগে শুক্রবার এপিবিএন-১৩ উত্তরা পূর্বের এই কনস্টেবলকে এপিবিএনের পক্ষ থেকে ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়। ডিবি পুলিশ তাকে শাহবাগ থানায় দায়ের করা হত্যা মামলায় অভিযুক্ত হিসাবে থানায় হস্তান্তর করে।

    বিষয়টি নিশ্চিত করে ডিএমপির রমনা বিভাগের উপ কমিশনার (ডিসি) সারোয়ার জাহান বলেন, ৫ আগস্ট লং মার্চ টু ঢাকা কর্মসূচিতে চানখারপুল এলাকায় গুলি চালানোর চাঞ্চল্যকর ভিডিও প্রচারের পর অভিযুক্ত এপিবিএন সদস্য সুজনকে শনাক্ত করে ডিবি পুলিশ আমাদের কাছে হস্তান্তর করে। এরপর সরকারি বাহিনীতে কর্মরত কাউকে গ্রেপ্তার করতে গেলে যে প্রাতিষ্ঠানিক অনুমতি নিতে হয়, সেই প্রক্রিয়া সম্পন্ন করে তাকে গ্রেপ্তার করা হয়। মামলাটি তদন্ত করছেন শাহবাগ থানার উপপরিদর্শক মাইনুল ইসলাম খান পুলক।

    তিনি আরও বলেন, ৫ আগস্ট গুলিতে হত্যার ঘটনায় করা মামলায় সুজন অভিযুক্ত। তাকে প্রথমে ডিবি পুলিশে সোপর্দ করা হয়েছিল। পরবর্তীতে ডিবি পুলিশ শাহবাগ থানার ৯নং হত্যা মামলায় অভিযুক্ত হিসাবে থানায় হস্তান্তর করে। এরপর তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

    প্রসঙ্গত, ৫ আগস্ট ছাত্র-জনতার লংমার্চ টু ঢাকা কর্মসূচিতে চানখারপুল এলাকায় নির্বিচারে গুলি চালানোর ঘটনা ঘটে। ওইদিন শেখ হাসিনার পদত্যাগের খবর ছড়িয়ে পড়ার পরও ওই এলাকায় ছাত্র-জনতার ওপর গুলি চালায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এতে মারা যান বেশ কয়েকজন। এ সময় তৎকালীন রমনা জোনের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার আখতার হোসেনকে পাশে দাঁড়িয়ে থেকে নির্দেশ দিতে দেখা যায়।

    এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, ওই এলাকায় আন্দোলন করা ছাত্র-জনতাকে লক্ষ্য করে গুলি করছেন আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্যরা। কেউ শুয়ে, কেউ হাঁটু গেড়ে বসে গুলি ছুঁড়ছিলেন। এর মধ্যে একটি ফুটেজে এপিবিএন-১৩ এর সদস্য কনস্টেবল সুজন রয়েছেন। ফুটেজ বিশ্লেষণ করেই সুজনকে শনাক্ত করা হয়।

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    September 2025
    M T W T F S S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    2930