রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে বরিশালে লাঠি মিছিল
dailybangla
22nd Oct 2024 11:28 pm | অনলাইন সংস্করণ
বরিশাল ব্যুরো: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য ছাত্রলীগকে নিষিদ্ধ করার দাবিতে বরিশালে লাঠি মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
মঙ্গলবার (২২ অক্টোবর) দুপুরে নগরীর অশ্বিনী কুমার হলের সামনে থেকে এই মিছিল বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এর আগে বিএম কলেজ, হাতেম আলী কলেজ, অমৃত লাল দে কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে অশ্বিনী কুমার হলের সামনে জড়ো হয়। বিক্ষোভ মিছিল থেকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ ও ছাত্রলীগকে নিষিদ্ধের দাবিতে বিভিন্ন স্লোগান দেয় শিক্ষার্থীরা।
এসময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রহমাতুল্লাহ সাব্বির আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বিআলো/তুরাগ