ছাত্র নেতৃত্ব বিকাশে ছাত্র সংসদ নির্বাচন জরুরি: ইবি পদযাত্রায় নাহিদ ইসলাম
এস.এম. শাহরীয়ার স্বাধীন, ইবি প্রতিনিধি: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, গণ অভ্যুত্থানে শিক্ষার্থীরাই নেতৃত্ব দিয়েছে। সেই নেতৃত্বকে সংগঠিত ও টেকসই করতে হলে ছাত্র সংসদ নির্বাচন প্রয়োজন। এটি শিক্ষার্থীদের সাংবিধানিক অধিকার।
বুধবার (৯ জুলাই) রাত সাড়ে ১০টায় কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রধান ফটকের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ইবি শাখার আয়োজিত পদযাত্রা ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আমরা বহুবার বলেছি, ছাত্র সংসদ দিতে হবে। কিন্তু এখনো ঢাকা বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ কার্যকর হয়নি। আজ এখান থেকে আমরা জোরালো দাবি জানাচ্ছি-ইসলামী বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয় ও কলেজে দ্রুত ছাত্র সংসদ নির্বাচন দেওয়া হোক।
নাহিদ ইসলাম আরও বলেন, বিশ্ববিদ্যালয়গুলোতে যদি দাড়ি বা টুপি থাকে, তাহলে শিবির ট্যাগ দেওয়া হয়; হিজাব বা নিকাব পরলে ছাত্রী সংস্থা ট্যাগ দিয়ে হয়রানি করা হয়। এই রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে। আমরা এমন একটি ক্যাম্পাস চাই যেখানে কোনো রাজনীতি ট্যাগ থাকবে না, কেউ রাজনৈতিক পরিচয়ের কারণে নির্যাতনের শিকার হবে না। মতপ্রকাশের অধিকার ফিরিয়ে আনতে হবে, গণতান্ত্রিক সহাবস্থান নিশ্চিত করতে হবে।
তিনি বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয়ের আন্দোলন, বিদ্রোহ ও প্রতিরোধের স্মৃতি গণ অভ্যুত্থানের ইতিহাসে লেখা থাকবে। আমরা যেখানেই যাই, মনে হয় আমরা ছাত্রদের সহযোদ্ধা, আমরাও ছাত্র-আমরাও শিখছি।
পথসভায় আরও উপস্থিত ছিলেন এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা এবং ইবি শাখার সমন্বয়ক এস এম সুইট, সহ-সমন্বয়ক তানভীর মন্ডল, ইয়াসিরুল কবীর সৌরভ, গোলাম রব্বানী ও সায়েম আহমেদ প্রমুখ।
এই পদযাত্রা ও পথসভা ছাত্রদের রাজনৈতিক সচেতনতা ও সংগঠিত ছাত্র নেতৃত্ব গঠনের প্রয়োজনীয়তাকে নতুন মাত্রা দিয়েছে। ছাত্র সংসদ নির্বাচনের দাবি এখন সময়ের দাবি বলেই মত শিক্ষার্থীদের।
বিআলো/এফএইচএস







 
                            
                         
                                                
                                                 
                                                
                                                 
                                                
                                                 
                                                
                                                 
                                                
                                                 
                                                
                                                
 
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                            
