ছারছিনা দরবার শরীফের ছোট পীর সাহেবের পুত্রের বিবাহোত্তর ওয়ালিমা সম্পন্ন
dailybangla
23rd Jun 2025 12:29 am | অনলাইন সংস্করণ
আবুল কালাম আজাদ: ছারছিনা দরবার শরীফের সম্মানিত ছোট পীর সাহেব, হযরত মাওলানা শাহ আরিফ বিল্লাহ ছিদ্দিকী (দা.বা.)-এর একমাত্র সন্তান, আমাদের সকলের প্রিয় শাহ মারুফ বিল্লাহ ছিদ্দিকীর বিবাহোত্তর ওয়ালিমা সম্প্রতি এক আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। এই পবিত্র ওয়ালিমা মাহফিলে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত রাজনৈতিক, ধর্মীয় এবং সামাজিক অঙ্গনের বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত হয়ে অনুষ্ঠানকে মহিমান্বিত করেছেন। উল্লেখযোগ্য অতিথিদের মধ্যে ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্মানিত আমীর, মানবিক ও সংগ্রামী নেতা ডা. শফিকুর রহমান, বিএনপির ভাইস চেয়ারম্যান এবং সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্যমন্ত্রী, এয়ার ভাইস মার্শাল অব. আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরী, কেন্দ্রীয় ওলামা দলের আহবায়ক মাওলানা সেলিম রেজা, সদস্য সচিব এ্যাডভোকেট মাওলানা আবুল হোসেন, কায়েদ সাহেব হুজুরের সুযোগ্য সন্তান খলিলুর রহমান নেছারাবাদী; তামিরুল মিল্লাত কামিল মাদরাসার ভাইস প্রিন্সিপাল ড. খলিলুর রহমান মাদানী; বিশিষ্ট আলেম ও গবেষক ড. মাওলানা আবুল কালাম আযাদ বাশার; মিরেরসরাই দরবার শরীফের সম্মানিত পীর হুজুর মাওলানা আব্দুল মোমেন নাছেরী; আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ক্বারী গোলাম মোস্তফা; ক্বারী মাওলানা আব্দুল্লাহ আল-আমিন; মাওলানা আবুল কালাম আজাদ আজহারী; মাওলানা সাদেকুল ইসলাম আজহারী, মাওলানা খন্দকার মাহবুবুল হক এবং বরিশাল বিভাগীয় ওলামা দলের টিম সদস্য মাওলানা আবুল কালাম আজাদ -সহ আরও অনেক গুণীজন। পীর সাহেব হুজুর ও তাঁর পরিবার এই পবিত্র ও সৌহার্দ্যপূর্ণ মাহফিলে উপস্থিত সকল অতিথির প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। নবদম্পতির উজ্জ্বল ভবিষ্যতের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়ে তাঁরা বলেছেন: “আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা নবদম্পতিকে সুস্থ, সুন্দর, সুখী ও দ্বীনি জীবন দান করুন— আমিন।