ছেংগারচর সরকারি কলেজে নবীন বরণে ছাত্রদলের উষ্ণ অভ্যর্থনা
নিজস্ব প্রতিবেদক: বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ছেংগারচর সরকারি ডিগ্রি কলেজে নবীন শিক্ষার্থীদের বরণ করেছে ছাত্রদল।
সোমবার (১৫ সেপ্টেম্বর) সকালে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ফুল, কলম ও শিক্ষা উপকরণ উপহার দিয়ে স্বাগত জানানো হয়। তিনটি বিভাগের প্রায় ৫ শতাধিক শিক্ষার্থীর উপস্থিতিতে পুরো ক্যাম্পাস উৎসবমুখর হয়ে ওঠে।
নবীন বরণ উপলক্ষে আয়োজনে উপস্থিত ছিলেন মতলব উত্তর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জয়নাল পাটওয়ারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সজিব আল ফালাক, ছেংগারচর পৌর ছাত্রদলের আহ্বায়ক শাকিল খান, সদস্য সচিব ফরহাদ হোসেন, ছেংগারচর সরকারি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক আব্দুর রহমান মুন্না, বর্তমান আহ্বায়ক জিয়াউল ইসলাম সরকার তুষার, সদস্য সচিব মো. সজীব মিয়া, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নিহা মনি, যুগ্ম আহ্বায়ক মো. আজিম ও রিয়াদ হোসেন।
এছাড়া ছাত্রদল নেতা ইমন মোল্লা, মো. জুয়েল, নুর এরফান, নিশীতা জামান নিশি, মেহেদী হাসানসহ অন্যান্য নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
ছাত্রদলের নেতারা জানান, নবীন শিক্ষার্থীদের যেকোনো প্রয়োজন বা সমস্যায় পাশে থাকার প্রতিশ্রুতি নিয়েই এ আয়োজন করা হয়েছে। তারা আশা প্রকাশ করেন, আগামী দিনগুলোতে সবাই মিলে একটি নিরাপদ ও শিক্ষাবান্ধব ক্যাম্পাস গড়ে তোলা সম্ভব হবে।
নবাগত শিক্ষার্থীরা এ উষ্ণ অভ্যর্থনার জন্য ছাত্রদলকে ধন্যবাদ জানিয়ে সন্তোষ প্রকাশ করেন। তারা মনে করেন, এই আয়োজন শিক্ষাজীবনের শুরুতেই এক বন্ধুসুলভ পরিবেশ তৈরি করেছে, যা ভবিষ্যতে অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।
বিআলো/তুরাগ