• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    জকসু নির্বাচনে ছাত্রদলের ১৩ দফা ইশতেহার 

     অনলাইন ডেক্স 
    23rd Dec 2025 7:25 pm  |  অনলাইন সংস্করণ

    জবি প্রতিনিধিঃ জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল সংসদ (জকসু) নির্বাচন সামনে রেখে ছাত্রদল ও ছাত্র অধিকার পরিষদ সমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেল তাদের ১৩ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে। ইশতেহারে শিক্ষার্থীদের নিরাপত্তা, আবাসন সংকট নিরসন, শিক্ষার মানোন্নয়ন ও কল্যাণমূলক উদ্যোগকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার কথা বলা হয়।

    মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের ভাষা শহীদ রফিক ভবনের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে প্যানেলের ভিপি প্রার্থী একেএম রাকিব এসব প্রতিশ্রুতি তুলে ধরেন। এ সময় প্যানেলের অন্যান্য প্রার্থীরাও তাদের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্পর্কে বক্তব্য দেন।

    ইশতেহারের শুরুতেই একটি নিরাপদ, সহিংসতামুক্ত ও ভয়হীন ক্যাম্পাস নিশ্চিত করার অঙ্গীকার করা হয়। এ লক্ষ্যে ক্যাম্পাসে সিসিটিভি ক্যামেরা স্থাপন, পর্যাপ্ত আলোর ব্যবস্থা, ২৪ ঘণ্টার নিরাপত্তা সেবা, সাইবার বুলিং ও যৌন হয়রানি প্রতিরোধে আইনি সহায়তা সেল গঠন এবং নিয়মিত জকসু নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি দেওয়া হয়।

    শিক্ষার্থীদের দীর্ঘদিনের আবাসন সংকট সমাধানে স্বল্প ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার কথা জানানো হয়। দখলকৃত জমি ও ভবন উদ্ধার করে নতুন হল নির্মাণ, চলমান হল নির্মাণকাজ দ্রুত শেষ করা, অস্থায়ী আবাসন ব্যবস্থা, আবাসন ভাতা চালু এবং দ্বিতীয় ক্যাম্পাসে পর্যাপ্ত আবাসিক হল স্থাপনের আশ্বাস দেওয়া হয়।

    একই সঙ্গে মূল ক্যাম্পাসের অবকাঠামো সংস্কার ও আধুনিকায়ন এবং দ্বিতীয় ক্যাম্পাসের নির্মাণকাজ দ্রুত সম্পন্ন করার দাবি জানানো হয়। আধুনিক কেন্দ্রীয় গ্রন্থাগার ও ডিজিটাল লাইব্রেরি, উচ্চগতির ইন্টারনেট সুবিধা, টিএসসি উন্নয়ন এবং ধর্মীয় উপাসনালয় স্থাপনের পরিকল্পনাও ইশতেহারে অন্তর্ভুক্ত করা হয়।

    পরিবহন খাতে বাসের সংখ্যা ও রুট বৃদ্ধি, ডাবল শিফট চালু, নতুন রুট সংযোজন, যানবাহনের ফিটনেস নিশ্চিতকরণ, লাইভ লোকেশনভিত্তিক মোবাইল অ্যাপ এবং বাসে ফার্স্ট এইড ও ওয়াই-ফাই সুবিধা চালুর প্রতিশ্রুতি দেওয়া হয়।

    খাদ্য ও স্বাস্থ্যসেবায় ন্যায্যমূল্যে স্বাস্থ্যসম্মত খাবার, রাতের খাবারের ব্যবস্থা, মেডিকেল সেন্টার আধুনিকীকরণ, বিনামূল্যে জরুরি ওষুধ, সার্বক্ষণিক চিকিৎসক ও অ্যাম্বুলেন্স সেবা, স্বাস্থ্যবীমা এবং মানসিক স্বাস্থ্যসেবা কেন্দ্র স্থাপনের কথা বলা হয়।

    শিক্ষা ও গবেষণার মানোন্নয়নে অনলাইন স্টুডেন্ট পোর্টাল, প্রাতিষ্ঠানিক ই-মেইল ব্যবস্থা, সেশনজট নিরসন, গবেষণা তহবিল বৃদ্ধি, আধুনিক ল্যাব ও গবেষণাসহায়ক সফটওয়্যার সহজলভ্য করার আশ্বাস দেওয়া হয়। বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য সহায়ক পরিবেশ গড়ে তোলার কথাও উল্লেখ করা হয়।

    প্রশাসনিক সেবা সহজ ও হয়রানিমুক্ত করতে ভর্তি, ফি পরিশোধ, সার্টিফিকেট ও ট্রান্সক্রিপ্টসহ সব সেবা ডিজিটাল করার ঘোষণা দেওয়া হয়। দ্রুত সেবার জন্য ডিজিটাল সার্ভিস ডেস্ক চালুর কথাও জানানো হয়।

    কর্মসংস্থান ও ক্যারিয়ার উন্নয়নে খণ্ডকালীন কাজ, অন-ক্যাম্পাস জব, ইন্টার্নশিপ, জব প্লেসমেন্ট নেটওয়ার্ক, জব ফেয়ার আয়োজন, এলামনাই নেটওয়ার্ক সক্রিয়করণ এবং স্টার্টআপ সহায়তার প্রতিশ্রুতি দেওয়া হয়।

    ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনকে সক্রিয় করতে আন্তঃবিভাগীয় ক্রীড়া প্রতিযোগিতা, আধুনিক জিমনেশিয়াম ও ইনডোর গেমস সুবিধা, মাঠ সংস্কার এবং জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণে শিক্ষার্থীদের সহযোগিতার কথা বলা হয়।

    নারী শিক্ষার্থীদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করতে ডে-কেয়ার সুবিধা, স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন, নারী চিকিৎসক, নিরাপদ ক্যাম্পাস পরিবেশ এবং নারী উদ্যোক্তা ও কর্মসংস্থানমূলক কার্যক্রমের পরিকল্পনা তুলে ধরা হয়।

    এছাড়া পরিবেশ সুরক্ষা, বর্জ্য ব্যবস্থাপনা, সবুজায়ন ও প্রাণীবান্ধব ক্যাম্পাস গড়ে তোলার পাশাপাশি আর্থিকভাবে অসচ্ছল ও বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য বৃত্তি ও বিশেষ সহায়তার অঙ্গীকার করা হয়।

    সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, ভিপি পদে ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেলের প্রতি সমর্থন জানিয়ে মো. রাকিব হাসান, চন্দন কুমার দাশ ও মাসরূহ আহমেদ তাদের প্রার্থিতা প্রত্যাহার করেছেন। তারা ভিপি প্রার্থী একেএম রাকিবের প্রতি পূর্ণ সমর্থন ঘোষণা করেন।

    বিআলো/ইমরান

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    December 2025
    M T W T F S S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    293031