জকসু নির্বাচন: নতুন দুই কেন্দ্রে শিবির সমর্থিত প্রার্থীরা এগিয়ে
নিজস্ব প্রতিবেদক: জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনের আরও দুটি বিভাগের ফল প্রকাশ করা হয়েছে। নতুন ঘোষিত ফলাফলেও শিবির সমর্থিত প্রার্থীরা এগিয়ে রয়েছেন।
বুধবার সকাল পৌনে ৯টায় কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের ফল ঘোষণা করে নির্বাচন কমিশন।
কম্পিউটার সায়েন্স বিভাগে ভিপি পদে রিয়াজুল ইসলাম ১০৬ ভোট পেয়ে এগিয়ে আছেন। জিএস ও এজিএস পদেও শিবির সমর্থিত প্রার্থীরা লিড ধরে রেখেছেন।
জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগেও ভিপি ও জিএস পদে শিবির সমর্থিত প্রার্থীরা এগিয়ে রয়েছেন। ছয়টি কেন্দ্রের মোট ফলাফলে ভিপি পদে শিবিরের প্রার্থী পেয়েছেন ৫৮৪ ভোট, ছাত্রদলের প্রার্থী পেয়েছেন ৫২৭ ভোট।
এর আগে চারটি বিভাগের ফল প্রকাশ করা হয়, যেখানে তিনটিতে শিবির এবং একটিতে ছাত্রদল সমর্থিত প্রার্থী এগিয়ে ছিলেন।
বিআলো/শিলি



